For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে বাজপেয়ীর অস্থিকলস যাত্রা সূচির পরিবর্তন! বিসর্জন দেওয়া হবে গঙ্গাসাগর-সহ ৫ জায়গায়

রাজ্যে বাজপেয়ীর অস্থি-কলস যাত্রা সূচির পরিবর্তন। বুধবার তা আনা হচ্ছে রাজ্যে। শুক্রবার তা গঙ্গাসাগর-সহ রাজ্যের পাঁচ জায়গায় বিসর্জন দেওয়া হবে।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে বাজপেয়ীর অস্থি-কলস যাত্রা সূচির পরিবর্তন। বুধবার তা আনা হচ্ছে রাজ্যে। শুক্রবার তা গঙ্গাসাগর-সহ রাজ্যের পাঁচ জায়গায় বিসর্জন দেওয়া হবে। সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই এই কাজ হচ্ছে। বুধবার বিকেলে প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর অস্থিকলস নিয়ে কলকাতায় ফিরবেন দিলীপ ঘোষ ও সায়ন্ত্বন বসু।

রাজ্যে বাজপেয়ীর অস্থিকলস যাত্রা সূচির পরিবর্তন! বিসর্জন দেওয়া হবে গঙ্গাসাগর-সহ ৫ জায়গায়

মঙ্গলবার গঙ্গাসাগরে বাজপেয়ীর অস্থি বিসর্জনের কর্মসূচি নেওয়া হয়েছিল। কিন্তু রবিবার তা আচমকাই পিছিয়ে দেওয়ার কথা জানানো হয়েছিল। পরে জানানো হয় শুক্রবার এই অস্থি বিসর্জন দেওয়া হবে। তবে তা শুধু গঙ্গাসাগর নয়, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, রাজ্যের পাঁচ জায়গায় এই অস্থি বিসর্জন দেওয়া হবে। দক্ষিণেশ্বর, তারাপীঠ, ফরাক্কা এবং কোচবিহারে অস্থি বিসর্জন দেওয়া হবে।

গঙ্গাসাগর, দক্ষিণেশ্বর, ফরাক্কার ক্ষেত্রে অস্থি বিসর্জন দেওয়া হবে গঙ্গায়। সূত্রের খবর অনুযায়ী, তারাপীঠের ক্ষেত্রে তা দেওয়া হবে শ্মশান সংলগ্ন দ্বারকায়। কোচবিহারের ক্ষেত্রে তা বিসর্জন দেওয়া হবে তোর্সায়।

অস্থিকলস বিসর্জনের সূচি

  • বুধবার সন্ধেয় তা পৌঁছবে কলকাতায়। রাখা হবে দলীয় দফতরে
  • বৃহস্পতিবার সকালে অস্থিকলস নিয়ে ডায়মন্ডহারবার হয়ে গঙ্গাসাগরের উদ্দেশে যাত্রা শুরু
  • শুক্রবার সকালে অস্থিকলস বিসর্জন দেওয়া হবে গঙ্গাসাগরে

[আরও পড়ুন:'শান্তির দূত' সিধুর পাশেই 'বন্ধু' ইমরান! আলিঙ্গন-বিতর্ক উসকে মোদীকে বিশেষ বার্তা ][আরও পড়ুন:'শান্তির দূত' সিধুর পাশেই 'বন্ধু' ইমরান! আলিঙ্গন-বিতর্ক উসকে মোদীকে বিশেষ বার্তা ]

বাকি চারটি জায়গার জন্য অস্থি কলস তুলে দেওয়া হবে সেখানকার নেতৃত্বের হাতে। কবে তা বিসর্জন দেওয়া হবে, তা সেখানকার নেতৃত্বই ঠিক করবেন বলে বিজেপি সূত্রে খবর।

[আরও পড়ুন: রোজভ্যালি কাণ্ডে প্রথম চার্জশিট ইডির! জেনে নিন বিস্তারিত][আরও পড়ুন: রোজভ্যালি কাণ্ডে প্রথম চার্জশিট ইডির! জেনে নিন বিস্তারিত]

[আরও পড়ুন: লক্ষ্য যখন আকাশ! আবেদন করতে পারেন শিভেনিং স্কলারশিপ এবং ফেলোশিপের জন্য][আরও পড়ুন: লক্ষ্য যখন আকাশ! আবেদন করতে পারেন শিভেনিং স্কলারশিপ এবং ফেলোশিপের জন্য]

English summary
Asthi Kalas of Atal Bihari Vajpayee will be sacrificed at five places in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X