For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সায়গল হোসেন শুধুমাত্র দেহরক্ষীই! চার্জশিটে নাম থাকলেও তদন্তে সিবিআইকে 'অসহযোগিতা' আত্মবিশ্বাসী অনুব্রতর

গরুপাচার কাণ্ডে (Cow Smuggling) সিবিআই (CBI) সাপ্লিমেন্টারি চার্জশিটে রয়েছে বীরভূম জেলা তৃণমূলের (Trinamool Congress) সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) নাম। এমনটাই খবর ইডির সূত্রে। এই কাণ্ডে সরাসরি অনুব্রত মণ্ড

  • |
Google Oneindia Bengali News

গরুপাচার কাণ্ডে (Cow Smuggling) সিবিআই (CBI) সাপ্লিমেন্টারি চার্জশিটে রয়েছে বীরভূম জেলা তৃণমূলের (Trinamool Congress) সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) নাম। এমনটাই খবর ইডির সূত্রে। এই কাণ্ডে সরাসরি অনুব্রত মণ্ডল জড়িয়ে বলে অভিযোগ ইডির। অন্যদিকে ইডি সূত্রে জানা গিয়েছে জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছেন না অনুব্রত মণ্ডল। সায়গল হোসেনের সম্পত্তি বৃদ্ধির সঙ্গে তাঁর কোনও যোগ নেই জানিয়ে অনুব্রত মণ্ডলের দাবি তিনি নির্দোষ।

চার্জশিটে সরাসরি অনুব্রতের নাম

চার্জশিটে সরাসরি অনুব্রতের নাম

সিবিআই সূত্রে খবর, গরুপাচার কাণ্ডের সাপ্লিমেন্টারি চার্জশিটে সরাসরি অনুব্রত মণ্ডলের নাম উল্লেখ রয়েছে। সেখানে সিবিআই-এর দাবি অনুব্রত মণ্ডলের নাম করে ব্যবসায়ী এনামুল হকের কাছ থেকে প্রোটেকশন মানি নিতেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন। সেই টাকা থেকে বীরভূম ছাড়াওমুর্শিদাবাদ এবং কলকাতায় প্রচুর সম্পত্তি কিনেছেন সায়গল। ২০১৫ থেকে ২০২২-এর মধ্যে সম্পত্তি কিনেছেন সায়গল। সূত্রের খবর অনুযায়ী, মুর্শিদাবাদে ৩৫ টি, বোলপুরে ৭টি, সিউড়িতে ৮ টি সম্পত্তির হদিশ মিলেছে। এছাড়াও কলকাতা-বিধাননগরে রয়েছে একাধিক ফ্ল্যাট। যার মধ্যে নিউটাউনের সুখবৃষ্টিতে শেষ ফ্ল্যাটটি কিনেছে সায়গল। এই সম্পত্তি তাঁর এবং তাঁর স্ত্রীর মোট আয়ের সঙ্গে মোটেও সঙ্গতিপূর্ণ নয়।

অনুব্রতের হয়ে ফোন ধরতেন সায়গল

অনুব্রতের হয়ে ফোন ধরতেন সায়গল

সূত্রের খবর অনুযায়ী, সিবিআই চার্জশিটে বলা হয়েছে, অনুব্রত মণ্ডলের হয়ে ফোন ধরতেন সায়গল হোসেন। বেশ কয়েকবার তাঁর সঙ্গে এনামুল হকের কথোপকথন এই চার্জশিটের সঙ্গে জমা দেওয়া হচ্ছে আদালতে। এছাড়াও সিবিআই প্রায় শ-খানেক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করে অনুব্রত মণ্ডল ও সায়গল হোসেনের বিরুদ্ধে যে তথ্য পেয়েছে তারও উল্লেখ করেছে সিবিআই।

সায়গল শুধুমাত্র দেহরক্ষীই

সায়গল শুধুমাত্র দেহরক্ষীই

সিবিআই সূত্রে খবর, তদন্তে কোনওভাবেই সহযোগিতা করছেন না অনুব্রত মণ্ডল। তিনি দাবি করেছেন, সায়গল হোসেন শুধুমাত্র তাঁর দেহরক্ষীই। এছাড়া অন্য কোনও সম্পর্ক তাঁর সঙ্গে নেই। এর বাইরে সায়গল হোসেন যদি কিছু করে থাকেন, সেব্যাপারে তিনি কিছুই জানেন না, কিংবা তার কিছুই করার নেই, বলেছেন অনুব্রত মণ্ডল।

আত্নবিশ্বাসী অনুব্রত

আত্নবিশ্বাসী অনুব্রত

সোমবার আইনজীবী অনির্বান গুহ ঠাকুরতা জানিয়েছিলেন, রবিবার বেহালায় মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ানোয় আত্মবিশ্বাসী অনুব্রত মণ্ডল। প্রসঙ্গত রবিবার মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন কেন গ্রেফতার করা হল অনুব্রত মণ্ডলকে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, এক কেষ্টকে গ্রেফতার করলে লক্ষ কেষ্ট তৈরি হবে। তিনি বলেছিলেন, কেঁচো খুঁড়তে গিয়ে গোখরো বেরিয়ে পড়বে। আর মুখ্যমন্ত্রী যে পাশে দাঁড়াবেন, তা তিনি জানতেন বলেও আইনজীবীর মাধ্যমে জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল। মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ানোর তিনি খুশি বলেও জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল।

Weather Update: নিম্নচাপ সরতেই আবহাওয়ায় বড় পরিবর্তন! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়াWeather Update: নিম্নচাপ সরতেই আবহাওয়ায় বড় পরিবর্তন! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

English summary
As CBI claims direct involvement in Cow smuggling case Anubrata Mondal says he is innocent.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X