For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সভাপতিকে সরাতে 'চক্রান্ত' দলেই! সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক ডিলারশিপ কাণ্ডে অভিযুক্ত বিজেপি নেতা

নিজের গ্রেফতারির আগেই সোশ্যাল মিডিয়ায় দলের এক নেতার বিরুদ্ধেই তোপ দেগেছেন অভিযুক্ত বিজেপি নেতা রণজিত মজুমদার। দলের নেতার সায়ন্ত্বন বসুর দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

নিজের গ্রেফতারির আগেই সোশ্যাল মিডিয়ায় দলের এক নেতার বিরুদ্ধেই তোপ দেগেছেন অভিযুক্ত বিজেপি নেতা রণজিত মজুমদার। দলের নেতার সায়ন্ত্বন বসুর দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। অন্যদিকে, রণজিত মজুমদারের গ্রেফতারের পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই গ্রেফতারে রাজ্য সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন।

অভিযুক্ত নেতার ফেসবুক পোস্ট

সূত্রের খবর অনুযায়ী, গ্যাস ডিলারশিপ কাণ্ডে পুলিশি জিজ্ঞাসাবাদের পরেই ৫ সেপ্টেম্বর ফেসবুকে নিজের কিছু বক্তব্য রাখেন বিজেপি নেতা রণজিত মজুমদার।

 বিজেপি নেতা সায়ন্ত্বন বসুর কাছে প্রশ্ন

বিজেপি নেতা সায়ন্ত্বন বসুর কাছে প্রশ্ন

রণজিত মজুমদার বিজেপি নেতা সায়ন্ত্বন বসুর কাছে কিছু প্রশ্ন রাখেন। একইসঙ্গে তিনি নাকি, রাজ্য সভাপতি হওয়ার চেষ্টা চালাচ্ছেন এমনও অভিযোগ করেন রণজিত মজুমদার। ওই ফেসবুক পোস্টে রাজ্য বিজেপিতে নিজেকে শ্রমিক বলে জানিয়েছিলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া

সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া

যদিও রণজিত মজুমদারের করা মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনও মন্তব্য করতে রাজি নন অনেকেই। অনেকে যেমন সমালোচনা করেছেন, কেউ আবার প্রশংসাও করেছেন।

কেন্দ্রীয় প্রকল্পে নজরদারি নিয়ে প্রশ্ন

কেন্দ্রীয় প্রকল্পে নজরদারি নিয়ে প্রশ্ন

গ্রামীণ আবাস যোজনায় পশ্চিমবঙ্গ দ্বিতীয়স্থান পেলেও, এই প্রকল্পে কতজন গরিব মানুষ সুবিধা হয়েছেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযুক্ত বিজেপি নেতা।

পাশে দিলীপ ঘোষ

পাশে দিলীপ ঘোষ

রণজিত মজুমদারের গ্রেফতার সম্পর্কে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি জানান, চক্রান্ত করা হয়েছে রণজিত মজুমদারের বিরুদ্ধে। তিনি বিজেপি নেতা, জানিয়েছেন দিলীপ ঘোষ।

English summary
Arrested leader Ranajit Mazumder targets portion of BJP leadership on dealership issue in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X