For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কী ভাবে আলাপ পার্থর সঙ্গে, কোন পথে টাকা যেত নেতা-মন্ত্রীদের কাছে? ইডির কাছে ফাঁস করলেন অর্পিতা

পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা ছাড়াও উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকার বিদেশি মুদ্রা এবং সোনার অলংকারও। অর্পিতা ইডির আধিকারিকদের

  • |
Google Oneindia Bengali News

পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা ছাড়াও উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকার বিদেশি মুদ্রা এবং সোনার অলংকারও। অর্পিতা ইডির আধিকারিকদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন আবার বেশ কিছু প্রশ্নের উত্তর দেননি। যে কারণে তাঁকে গ্রেফতারের প্রস্তুতি নিয়েছে ইডি (ED) । তবে সূত্রের খবর অনুযায়ী, তাঁর সঙ্গে কীভাবে পার্থ চট্টোপাধ্যায়ের পরিচয় এবং কীভাবে টাকা ওপরতলায় যেত, সেই ব্যাপারেও নাকি তথ্য ফাঁস করেছেন তিনি।

অর্পিতার আবাসনে ট্রাক ভর্তি ট্রাঙ্ক

অর্পিতার আবাসনে ট্রাক ভর্তি ট্রাঙ্ক

শুক্রবার সন্ধের পরে বলা হয়েছিল উদ্ধার ২০ কোটি। এদিন সকাল থেকে বলা হয়েছে ২১ কোটি। শুক্রবারের পরে এদিনও অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে টাকা গোনার মেশিন নিয়ে ঢুকতে দেখে গিয়েছে সরকারি কর্মীদের। শনিবার বিকেলে সেখানে একটি ট্রাক ভর্তি ট্রাঙ্কনিয়ে যাওয়া হয়েছে। এই ট্রাঙ্কে টাকা ভর্তি করে নিয়ে যাওয়া হবে রিজার্ভ ব্যাঙ্কে।

টাকা ছাড়াও উদ্ধার শিক্ষা দফতরের খাম, জমির দলিল

ইডির সূত্রে জানা গিয়েছে, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকার মধ্যে শিক্ষা দফতরের খামও। পাওয়া গিয়েছে জমির দলিল এবং বেশ কয়েকটি ফ্ল্যাটের হদিশ। টাকার মধ্যে শিক্ষা দফতরের খাম পাওয়া নিয়েআগেই সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কী ভাবে টাকা ওপর-তলায়

কী ভাবে টাকা ওপর-তলায়

ইডি সূত্রে খবর, অর্পিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, চাকরি করে দেওয়ার জন্য যে টাকা আদায় করা হত, তা একটি চক্রের মাধ্যমে ওপর তলায় পৌঁছে যেন। প্রথমে চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা নিত দালাল। সেই কোনও সরকার কর্মী কিংবা আমলার কাছে তা পৌঁছে দিত। এরপর তা পৌঁছে যেননেতা-মন্ত্রীদের কাছে। যদিও এব্যাপারে নির্দিষ্ট কোনও কথা ইডির তরফে বলা হয়নি। তবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়ককে আটক করেছে ইডি।

পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ কীভাবে

পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ কীভাবে

সূত্রের খবর অনুযায়ী, জেরায় অর্পিতা মুখোপাধ্যায়ের দাবি এক প্রোমোটারের মাধ্যমে তাঁর আলাপ হয় পার্থ চট্টোপাধ্যায়ের। ওই প্রোমোটর শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ। প্রায় ৭ বছর আগে তাঁদের আলাপ। এরপর যাতায়াত-যোগাযোগ বেড়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর এখনকার সম্পর্ক পারিবারিক বলেও নাকি দাবি করেছেন অর্পিতা মুখোপাধ্যায়। এছাড়াও দুজনে একাধিকবার বিদের সফরও করেছেন বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

অর্পিতা ছিলেন না ইডির তালিকায়

রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার মুখ্য চরিত্র হয়ে উঠেছেন অর্পিতা মুখোপাধ্যায়। তবে তিনি প্রথমে ইডির তালিকায় ছিলেন না। শুক্রবার সকাল থেকে যে তল্লাশি শুরু হয়, তখনও তালিকায় ছিলেন না অর্পিতা। কিন্তু তল্লাশি চালানোর সময় ইডির আধিকারিকদের হাতে উঠে আসে একটি কাগজ। আর সেখান থেকেই অর্পিতার নাম জানতে পারেন ইডির আধিকারিকরা। জানা যায়, তাঁর সঙ্গে পার্খ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তারপরেই টালিগঞ্জ করুনাময়ীর ডায়মন্ড সিটি সাউথে অভিযান চালায় ইডি। ফ্ল্যাটের মধ্যেই বন্ধ ঘর থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা।

নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাইনি, খেদ গ্রেফতারের পর! এবার কি পার্থকে পুরোপুরি ঝেড়ে ফেলবে তৃণমূলনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাইনি, খেদ গ্রেফতারের পর! এবার কি পার্থকে পুরোপুরি ঝেড়ে ফেলবে তৃণমূল

English summary
Arpita Mukherjee has given different information on Partha Chatterjee to ED
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X