For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইডির কনভয়ে ঢুকল অজানা গাড়ি, সিজিও যাওয়ার পথে দুর্ঘটনার কবলে অর্পিতা

ব্যাঙ্কশাল আদালত মন্ত্রী-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে এক দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল। তারপর কলকাতার ইডি অফিস সিজিও কমপ্লেক্সে আনার পথে দুর্ঘটনার কবলে পড়ল অর্পিতা মুখোপাধ্যায়। ইডির কনভয়ে চলে আসে অন্য একটি গাড়ি।

Google Oneindia Bengali News

ব্যাঙ্কশাল আদালত মন্ত্রী-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে এক দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল। তারপর কলকাতার ইডি অফিস সিজিও কমপ্লেক্সে আনার পথে দুর্ঘটনার কবলে পড়ল অর্পিতা মুখোপাধ্যায়। ইডির কনভয়ে চলে আসে অন্য একটি গাড়ি। সেই গাড়ির সঙ্গে সঙ্ঘর্ষ হলেও সুরক্ষিত রয়েছেন অর্পিতা ও ইডি আধিকারিকরা।

ইডির কনভয়ে ঢুকল অজানা গাড়ি, সিজিও-র পথে দুর্ঘটনায় অর্পিতা

ব্যাঙ্কশাল আদালত থেকে সিজিও কমপ্লেক্সে যাওয়ার পথে অর্পিতা মুখোপাধ্যায়ের গাড়িতে অন্য একটি গাড়ি ধাক্কা মারে। ইডির কনভয়ে যে গাড়িতে বসেছিলেন অর্পিতা মুখোপাধ্যায়, সেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ফলে চোট পান অর্পিতা। তবে সেই চোট বেশি গুরুতর নয়। তিনি সুরক্ষিত রয়েছেন। ইডি আধিকারিকরাও সুরক্ষিত।

রবিবার সন্ধ্যা ৮টা নাগাদ সল্টলেক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ইডির কনভয়ে আচমকা ঢুকে পড়ে অন্য একটি গাড়ি। কনভয়ের একেবারে সামনের গাড়িতে বসেছিলেন তিনি। জোরে ব্রেক কষতে বাধ্য হন চালক। এর ফলে কনভয়ের পরের গাড়িগুলির চালকেরাও পর পর ব্রেক কষতে শুরু করেন। এর ফলে গাড়ির মধ্যে ঠক্কর লাগে চোট পান অর্পিতা।

পার্থ চট্টোপাধ্যায়-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের আবেদন করা হয়েছিল এদিন ব্যাঙ্কশাল আদালতে। বিচারক জামিনের আবেদন খারিজ করে একদিনের ইডি হেফাজতের নির্দেশ দিল কলকাতার ব্যাঙ্কশাল কোর্ট। সোমবার ফের তাঁকে তোলা হবে ইডির স্পেশ্যাল আদালতে। রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও ওইদিন তোলার কথা আদালতে। এদিন অবশ্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ভুবনেশ্বর এইমসে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার কথা।

রবিবার ব্যাঙ্কশাল কোর্টে তোলার পর অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবীরা যে কোনও শর্তে জামিন দেওয়ার আবেদন জানান ব্যাঙ্কশাল কোর্টে। তাঁরা বলেন, তাঁদের মক্কেল অর্পিতা মুখোপাধ্যায় সমস্তরকমভাবে তদন্তে সহযোগিতা করবেন। তাঁকে জামিন দেওয়া হোক। কিন্তু তাঁদের সেই দাবির বিরোধিতা করেন ইডির আইনজীবীরা। এমনকী তিনি যাতে এসএসকেএম ভর্তি হতে না পারেন, সেই আবেদনও জানানো হয় ইডির পক্ষ থেকে। জানানো হয়, জোকা ইএসআই হাসপাতালের রিপোর্টে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের কোনও শারীরিক সমস্যা নেই। এরপর তাঁকে নিয়ে যাওয়া হচ্ছিল সিজিও কমপ্লেক্সে। তখনই ঘটে দুর্ঘটনা।

এসএসকেএমে পার্থ চট্টোপাধ্যায় 'ডন’! নিম্ন আদালতকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে সওয়াল ইডিরএসএসকেএমে পার্থ চট্টোপাধ্যায় 'ডন’! নিম্ন আদালতকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে সওয়াল ইডির

উল্লেখ্য, শুক্রবার ইডির তরফে তল্লাশি চালিয়ে অর্পিতা মুখোপাধ্যায়ের টাকার পাহাড় ও সোনার ভাণ্ডার পাওয়া যায়। তাঁর বাড়িতে মিলেছে ২১ কোটি ৯০ লক্ষ টাকা। ৭৬ লক্ষ টাকার গয়না। এছাড়া বিদেশি মুদ্রাও মিলেছে ৫৪ লক্ষ টাকার। মিলেছে ৮টি ফ্ল্যাট ও জমি এবং ১৮টি মোবাইল ফোন। এছাড়া অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে পার্থ চট্টোপাধ্যায়ের নাম লেখা কিছু কাগজপত্রও মিলেছে। ইডি আদালতে অর্পিতা মুখোপাধ্যায়ের উদ্দেশে প্রশ্ন তোলে, কোথা থেকে পেলেন এত টাকা, সোনা। ইডি মনে করছে, প্রচুর নামে ও বেনামে সম্পত্তি রয়েছে। আরও অনেক কিছু মিলবে অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করে।

English summary
Arpita Mukharjee faces accident on way of CGO complex with ED’s convoy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X