For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঋতব্রত মামলায় গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিনের আবেদন অর্চনা মজুমদারের

গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলেন অর্চনা মজুমদার। তিনি মুকুল রায় ঘনিষ্ঠ এবং ঋতব্রতর সহবাস মামলায় অভিযোগকারী বালুরঘাটের নম্রতা দত্তকে চাপ দেওয়ার অভিযুক্ত তিনি

  • |
Google Oneindia Bengali News

গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলেন অর্চনা মজুমদার। তিনি মুকুল রায় ঘনিষ্ঠ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সহবাস মামলায় অভিযোগকারী বালুরঘাটের নম্রতা দত্তকে চাপ দেওয়ার অভিযোগ উঠেছিল অর্চনা মজুমদারের বিরুদ্ধে।

[আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মামলা, ভবানীভবনে সিআইডির সামনে ঋতব্রত][আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মামলা, ভবানীভবনে সিআইডির সামনে ঋতব্রত]

ঋতব্রত মামলায় গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিনের আবেদন অর্চনা মজুমদারের

নম্রতা দত্ত সিআইডির কাছে অভিযোগ করার পরেই অর্চনা মজুমদারকে নোটিশ পাঠিয়েছিল সিআইডি। এরপর গত সপ্তাহের বৃহস্পতিবার তাঁকে জেরা করেন সিআইডি আধিকারিকরা। মুকুল রায় ঘনিষ্ঠ পেশায় চিকিৎসক অর্চনা মজুমদার কেন্দ্রীয় সরকারে কর্মরত। তাঁকে জেরা করতে কর্মস্থল নিজাম প্যালেসে গিয়েছিলেন সিআইডি আধিকারিকরা।

সূত্রের খবর, অর্চনা মজুমদারের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। জেরায় অর্চনা মজুমদার সিআইডি আধিকারিকদের সন্তুষ্ট করতে পারেননি। তাই প্রথম দফার জেরার পরেই গ্রেফতারের আশঙ্কা করছেন তিনি। ফলে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। চলতি সপ্তাহে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে।

১০ অক্টোবর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ দায়ের করেছিলেন বালুরঘাটের যুবতী নম্রতা দত্ত। বর্তমানে বিজেপি নেতা মুকুল রায়ের ঘনিষ্ঠ অর্চনা মজুমদারের বিরুদ্ধে অভিযোগ, তিনি নম্রতা দত্তকে মামলাটি তুলতে চাপ দেন। এই অভিযোগ সিআইডির কাছে দায়ের করেছিলেন নম্রতা দত্ত।

English summary
Archana Mazumder apporoaches high court for anticipatory bail in Ritabrata Banerjee case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X