For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী বেইমান, অমিত শাহ পাগল! ব্রিগেডের লক্ষে কলকাতাতেও অনুব্রত

নরেন্দ্র মোদী বেইমান আর অমিত শাহ পাগল। রাজারহাটের চিনার পার্কের সভায় এমনটাই মন্তব্য করলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রতমণ্ডল।

  • |
Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদী বেইমান আর অমিত শাহ পাগল। রাজারহাটের চিনার পার্কের সভায় এমনটাই মন্তব্য করলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ভেড়ার দল রাস্তা দিয়ে চোখ বুজে যায় বলেও তিনি কটাক্ষ করেছেন বিজেপিকে। কলকাতায় তৃণমূলের এই সভায় অনুব্রত মণ্ডলই যেন ছিলেন মধ্যমনি।

'নরেন্দ্র মোদী বেইমান প্রধানমন্ত্রী'

'নরেন্দ্র মোদী বেইমান প্রধানমন্ত্রী'

নরেন্দ্র মোদী বেইমান প্রধানমন্ত্রী। তাঁর এই মন্তব্যের পিছনে কারণ তুলে ধরেছেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। একইসঙ্গে প্রধানমন্ত্রীকে দেশের একনম্বর মিথ্যাবাদীও বলেছেন তিনি। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অনুব্রত মণ্ডল বলেছেন, মোদী বলেছিলেন আচ্ছে দিন আয়েগা। তা না
এসে কালো দিন এসেছে। বলেছিলেন ১০ কোটি বেকারের চাকরি দেবেন। হয়েছে সাড়ে পাঁচ লক্ষ।

'অমিত শাহ পাগল'

'অমিত শাহ পাগল'

অমিত শাহকে পাগল বলে অবিহিত করেছেন অনুব্রত মণ্ডল। তাঁর মতে অমিত শাহ পাগল ও ফালতু লোক। পাগলে কী না বলে ছাগলে কী না খায়। রথযাত্রা নিয়ে বিজেপিকে এমন ভাষায় কটাক্ষ করেন তিনি।

'বিজেপি মূর্খ'

'বিজেপি মূর্খ'

রাজ্যের বিজেপি নেতারা বলে থাকেন লোকসভা নির্বাচন হবে সিআরপিএফ দিয়ে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে। কবে তা হয়নি, প্রশ্ন করেছেন অনুব্রত মণ্ডল। এব্যাপারে বিজেপিকে মূর্খ বলে তিনি কটাক্ষ করেন

বিজেপিকে চ্যালেঞ্জ

বিজেপিকে চ্যালেঞ্জ

অনুব্রত মণ্ডল বলেন, বীরভূমে বিরোধী বলে কিছু নেই। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, চারলক্ষ ভোটের সেখানকার একেক প্রার্থী জিতবে বলেও চ্যালেঞ্জ করেন তিনি। আর নদিয়ার দুটো আসনে তৃণমূল হারবে না। লড়ে নেওয়ার মতো হিম্মত বিজেপির আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন অনুব্রত। এপ্রসঙ্গে ফের পাচনের বারির কথাও উল্লেখ করেছেন তিনি।

English summary
Anubrata Mondal criticised Narendra Modi and Amit Shah over 2019 election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X