For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শহরে দুষ্কৃতী তাণ্ডব! হাসপাতালে মৃত ১, এলাকায় উত্তেজনা

চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে মৃত্যু হল মাথায় আঘাত পাওয়া তিলজলার যুবক আলতাফের। ১২ অগাস্ট আলতাফ ও তার সঙ্গীদের ওপর হামলার ঘটনা ঘটে। আলতাফের মাথায় চপারের আঘাত করা হয়েছিল।

  • |
Google Oneindia Bengali News

চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে মৃত্যু হল মাথায় আঘাত পাওয়া তপসিয়ার যুবক আলতাফের। ১২ অগাস্ট আলতাফ ও তার সঙ্গীদের ওপর হামলার ঘটনা ঘটে। আলতাফের মাথায় চপারের আঘাত করা হয়েছিল। এরপর থেকে ৮ দিন কোমায় ছিল সে। সোমবার বেলা বারোটা নাগাদ হাসপাতালে তার মৃত্যু হয়।

শহরে দুষ্কৃতী তাণ্ডব! হাসপাতালে মৃত ১, এলাকায় উত্তেজনা

তিলজলা, তপসিয়া, বেনিয়াপুকুর, এন্টালি। এইসব জায়গায় প্রোমোটরকে হুমকি আর তোলাবাজির ঘটনা নতুন কিছু নয়। আর এলাকায় দাপিয়ে বেরানো গোষ্ঠীগুলির মধ্যে সংঘর্ষ লেগেই থাকে। তপসিয়ায় আলতাফ ও সামসের গোষ্ঠী অন্যতম। এলাকা দখলে রাখতে দুই গোষ্ঠীর মধ্যে ছোটোখাটো গণ্ডগোল প্রায় নিত্য ঘটনা। সূত্রের খবর অনুযায়ী,দুজনের নামে একাধিক অভিযোগ রয়েছে তিলজলা থানায়।

সেরকমই একটি ঘটনা ঘটেছিল ১২ অগাস্ট। তপসিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশনের পিছনে আলতাফ ও দলবলের ওপর হামলা চালানো হয়েছিল। অভিযুক্ত ছিল সামসের ও তার দলবল। সেদিন আলতাফকেই টার্গেট করেছিল সামসের। হাসপাতালে জানিয়েছিল আলতাফ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুজনের গণ্ডগোল বেশ পুরনো হলেও, সাম্প্রতিক কালে একটি আবাসনের কাজ নিয়ে আলতাফ ও সামসেরের গণ্ডগোল। সেই থেকেই ১২ অগাস্টের হামলা। ঘটনার পরে পুলিশ দলের নেতা সামসের-সহ চারজনকে গ্রেফতারও করে। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছিল পুলিশ।

১২ অগাস্ট তপসিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন এলাকায় গণ্ডগোল হলেও, সোমবার আলতাফের মৃত্যুর খবর ছড়ানোর আগেই এলাকায় পুলিশের টহলদারি বাড়ানো হয়।

English summary
Antisocial youth of Tiljala thana area Altaf injured in a clash died in Chittaranjan National Medical College
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X