For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদেশ থেকে এলেন দুই বিশেষজ্ঞ, এদিকে আবার বাড়ি ভাঙল বউবাজারে

বাড়ি ভেঙে পড়ার যেন বিরাম বউবাজারে। বুধবার সকালে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়লো একটি বাড়ির একাংশ।

  • |
Google Oneindia Bengali News

বাড়ি ভেঙে পড়ার যেন বিরাম বউবাজারে। বুধবার সকালে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়লো একটি বাড়ির একাংশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সাতসকালে ৯ নং স্যকরা পাড়া লেনে একটি দুতলা বাড়ির একাংশ ভেঙে পড়েছে। তবে মেট্রোর উদ্যোগে বাসিন্দাদের বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে রাখায় হতাহতের কোনো খবর নেই। তবে নতুন করে আবার বাড়ি ভেঙে পড়তে শুরু করেছে দেখে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

বিদেশ থেকে এলেন দুই বিশেষজ্ঞ, এদিকে আবার বাড়ি ভাঙল বউবাজারে

গতকাল রাত থেকেই হয়ে চলেছে অবিরাম বর্ষণ। তারপর বউবাজার এলাকা জুড়ে বিক্ষিত বাড়ির ভগ্নদশা র ফলে ই বুধবার সকালে এই ঘটনা বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। আরও বেশ কয়েক টি বাড়ি ও এভাবে ধসে পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

এছাড়াও গত কাল পর্যন্ত ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা ছিল ৫২ টি । বর্তমানে টা আরও বেড়ে গিয়েছে। প্রশাসনের তরফে আরও ২০টি বাড়িকে ক্ষতিগ্রস্থ বলে চিহ্নিত করা হয়েছে। এই ২০ টি বাড়ির লোকজনকেও সরানো হয়েছে নিরাপদ স্থানে।

অন্যদিকে, এদিন বউবাজার এলাকা খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের যাওয়ার কথা রয়েছে। এই বিপর্যয় মোকাবিলায় বিদেশ থেকে বিশেষজ্ঞদের আনা হয়েছে বলে জানিয়েছে মেট্রোর তরফে।

মঙ্গলবার থেকেই এই এলাকায় নো এন্ট্রি করে দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। কারণ এই এলাকায় একাধিক বাড়ি হেলে রয়েছে। তার ওপর বর্ষার জের। সেকারণেই ঝুঁকি নিয়ে এই এলাকায় যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়।

[আরও পড়ুন: অসমে এনআরসি: তৈরি হচ্ছে বৃহত্তম 'ডিটেনশন সেন্টার'! কী ঘটতে চলেছে][আরও পড়ুন: অসমে এনআরসি: তৈরি হচ্ছে বৃহত্তম 'ডিটেনশন সেন্টার'! কী ঘটতে চলেছে]

 [আরও পড়ুন:অর্থনীতি নিয়ে মনমোহনের পরামর্শ শুনুন মোদী! শিবসেনা ফের পুরনো 'স্টান্স'-এ] [আরও পড়ুন:অর্থনীতি নিয়ে মনমোহনের পরামর্শ শুনুন মোদী! শিবসেনা ফের পুরনো 'স্টান্স'-এ]

English summary
Another building collapsed in Bou Bazar area on Wednesday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X