For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইআইএম কলকাতার ডাইরেক্টর পদ থেকে সরে দাঁড়ালেন প্রথম মহিলা ডিরেক্টর, কারণ নিয়ে বাড়ছে জল্পনা

  • |
Google Oneindia Bengali News

অবসরের আগেই পদ ছাড়লেন আইআইএম কলকাতার প্রথম মহিলা ডিরেক্টর অঞ্জু শেঠ। তবে তার পদত্যাগ নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। এমনকী ওই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন বোর্ডের সঙ্গে সাম্প্রতিকালে একাধিকবার বিভিন্ন সমস্যাতেও জড়াতে দেখা গিয়েছে অঞ্জু দেবীকে। পরিশেষে বনিবনা না হওয়ার কারণেই কী শেষ পর্যন্ত পদত্যাগের রাস্তা ধরলেন এই বরিষ্ঠ শিক্ষাবিদ? জোরালো হচ্ছে সেই প্রশ্নও। এদিকে তাঁর পদত্যাগের নিয়ে ইতিমধ্যেই জোর চাপানৌতর শুরু হয়েছে শিক্ষা মহলে।

আইআইএম কলকাতার ডাইরেক্টর পদ থেকে সরে দাঁড়ালেন প্রথম মহিলা ডিরেক্টর অঞ্জু শেঠ

সূত্রের খবর, কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউ অব ম্যানেজমেন্ট (আইআইএম)-এর পরিচালন বোর্ডের সঙ্গে অঞ্জুর দ্বন্দ্ব শুরু হয়েছিল গত বছর। অঞ্জুর দেবীর অভিযোগ, প্রতিষ্ঠানের চেয়ারম্যান শ্রীকৃষ্ণ কুলকার্নি তাঁর সিদ্ধান্তে একাধিকবার 'হস্তক্ষেপ’ করছেন। যদিও এই প্রতিষ্ঠানের সিংহভাগ শিক্ষকদের পাল্টা অভিযোগ দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন অঞ্জু দেবী। আর ঠিক সেই কারণেই কালান্তরে জমা হচ্ছিল ক্ষোভ। এমনকী তার এই আচরণের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রকের দারস্থও অভিযোগকারী শিক্ষকেরা।

আইআইএম সূত্রে খবর, চলতি মাসের ৪ তারিখে দু’পক্ষের দ্বন্দ্ব চরমে পৌঁছায়।এই ঘটনার পর থেকেই অসুস্থতাজনিত কারণে ২ দিনের ছুটি নিয়েছিলেন অঞ্জু। এবার তারপরেই ইস্তফা দিলেন তিনি। এদিকে ২০১৮ সালের নভেম্বরে আইআইএমের ডিরেক্টর পদে কাজ শুরু করেছিলেন তিনি। অন্যদিকে কলকাতার এই স্বনাধন্য প্রতিষ্ঠানের ’৭৮ ব্যাচের পড়ুয়াও ছিলেন তিনি। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

English summary
The first woman director to step down as director of IIM Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X