For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেফ ড্রাইভ-কে বৃদ্ধাঙ্গুষ্ঠ সল্টলেকে! বেপরোয়া ড্রাইভিং কাড়ল তথ্য-প্রযুক্তি কর্মীর প্রাণ

স্কুল বাসের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হল এক তথ্য প্রযুক্তি কর্মীর। বুধবার সল্টলেকের নিকো পার্কের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

  • |
Google Oneindia Bengali News

স্কুল বাসের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হল এক তথ্য প্রযুক্তি কর্মীর। বুধবার সল্টলেকের নিকো পার্কের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে মৃত তথ্যপ্রযুক্তি কর্মীর নাম অমরনাথ শর্মা। বাইক নিয়ে অফিস যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তথ্যপ্রযুক্তিকর্মীর।

বেপরোয়া গতি কাড়ল সল্টলেকের তথ্য-প্রযুক্তি কর্মীর প্রাণ

নিকোপার্কের সামনে এই দুর্ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। স্তব্ধ হয়ে যায় সেক্টর ফাইভ, নিউটাউনগামী গাড়ি চলাচল। যানজট তৈরি হয় চিংড়িঘাটা থেকে সেক্টরফাইভগামী রাস্তায়। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে উত্তেজনা প্রশমিত করে। যানজট মুক্ত করে গাড়ি চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে এলাকায়।

কিছুদিন আগেই চিংড়িঘাটায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই সাইকেল আরোহীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার জেরে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল এলাকা। এবার সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। বেপরোয়া গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা বলে পুলিশের অনুমান। সেফ ড্রাইভ সেভ লাইভ প্রচার চললেও যে, সচেতন হচ্ছেন না যাত্রীরা, তা বারবার দুর্ঘটনাই প্রমাণ করে দিচ্ছে। প্রায় প্রতিদিনই দুর্ঘটনা কে়ড়ে নিচ্ছে প্রাণ।

English summary
An information technology worker dies in accident at Nicco Park. IT worker’s bike collides with a school bus.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X