For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘যেন মৃত্যুর হাতছানি দেখলাম কাছ থেকে, চোখের সামনেই ঘটে গেল মহা বিপর্যয়’

চোখের সামনে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মাঝেরহাট ব্রিজে ওঠার মুখেই থমকে গেল আমার গাড়িটা। একটা পিলার আচমকাই চলে এল সামনে। মুহূর্তের মধ্যে আস্ত একটা ব্রিজ ভেঙে পড়ল নিচে।

  • |
Google Oneindia Bengali News

চোখের সামনে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মাঝেরহাট ব্রিজে ওঠার মুখেই থমকে গেল আমার গাড়িটা। একটা পিলার আচমকাই চলে এল সামনে। মুহূর্তের মধ্যে আস্ত একটা ব্রিজ ভেঙে পড়ল নিচে। সেইসঙ্গে ব্রিজের উপরে থাকা গাড়িগুলিও নিচে এসে পড়ল। ওইভাবে ব্রিজের ভেঙে পড়ার দৃশ্য দেখে নিজেকে স্থির রাখতে পারিনি। যেন ভয়ানক মৃত্যুকে দেখলাম একেবারে কাছ থেকে।

 ‘যেন মৃত্যুর হাতছানি দেখলাম কাছ থেকে, চোখের সামনেই ঘটে গেল মহা বিপর্যয়’

প্রত্যক্ষদর্শী শিশির চক্রবর্তী নিজের চোখের সামনে যে ঘটনা দেখেছিলেন, তা ব্যক্ত করলেন এভাবেই। তিনি নিজের প্রাইভেট কারে কলকাতা অভিমুখে আসছিলেন। তখনই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। পোস্তা উড়ালপুলের ঘটনা তিনি চোখে দেখেননি, কিন্তু এবার মাঝেরহাট ব্রিজে ভেঙে পড়ার দৃশ্য দেখে বুকটা কেঁপে উঠেছিল। এক মুহূর্তের জন্য হলেও ভেবেছিলেন, সময়ের একটু এধার-ওধার হলে তিনিও ভেঙে পড়া ব্রিজের সঙ্গে নিচে পড়ে যেতেন।

[আরও পড়ুন:ভেঙে পড়া মাঝেরহাট ব্রিজের ইতিহাস][আরও পড়ুন:ভেঙে পড়া মাঝেরহাট ব্রিজের ইতিহাস]

এই দুর্ঘটনার পরই পিছনে সারি দিয়ে দাঁড়িয়ে গিয়েছিল বহু গাড়ি। সবাই গাড়ি থেকে নেমে হা-হুতাশ করতে করতে দৌড় লাগিয়েছিলেন। মুহূর্তেই ঘটে গিয়েছিল বিপর্যয়। তিনি বলেন, আমিও এগিয়ে গিয়েছিলাম বিস্ময় চোখে। দেখি অনেক গাড়ি মুখ থুবড়ে পড়ে রয়েছে। আতঙ্কের ছবি স্পষ্ট। তাঁর মতে আর একটা ব্লক ভেঙে পড়লে সাংঘাতিক হত এই দুর্ঘটনা

<span class=[আরও পড়ুন:ব্রিজ দুর্ঘটনার জেরে বন্ধ শিয়ালদহ শাখার ট্রেন চলাচল, রুদ্ধ একাধিক রাস্তা, বিপাকে নিত্যযাত্রীরা]" title="[আরও পড়ুন:ব্রিজ দুর্ঘটনার জেরে বন্ধ শিয়ালদহ শাখার ট্রেন চলাচল, রুদ্ধ একাধিক রাস্তা, বিপাকে নিত্যযাত্রীরা]" />[আরও পড়ুন:ব্রিজ দুর্ঘটনার জেরে বন্ধ শিয়ালদহ শাখার ট্রেন চলাচল, রুদ্ধ একাধিক রাস্তা, বিপাকে নিত্যযাত্রীরা]

পোস্তা উড়ালপুলের পর মঙ্গলবার বিকেলে ফের কলকাতায় ভেঙে পড়ে আস্ত ব্রিজ। যাত্রী বোঝাই গাড়ি-সহ মাঝেরহাট ব্রিজের ওই অংশ নিচে ধসে যায়। এর ফলে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আরও অনেকের মৃত্যুর আশঙ্কা রয়েছে। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকার্যে হাত লাগান। মাঝেরহাট ব্রিজের মাঝের অংশ বসে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। ব্রিজের নিচে চাপা পড়ে যায় বাস-লরি। অনেক পথ চলতি মানুষও চাপা পড়ে থাকতে পারেন বনে আশঙ্কা।

[আরও পড়ুন: ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ, চাপা পড়ে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা, দেখুন ভিডিও][আরও পড়ুন: ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ, চাপা পড়ে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা, দেখুন ভিডিও]

English summary
An eyewitness said the experience of broken the Mjherhat Bridge. After Posta flyover collapsed again bridge broken down in Kolkata,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X