For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার কলকাতায় অ্যাম্বুল্যান্স বুক করুন অ্যাপেই, এক ক্লিকেই পৌঁছে যাবে দোরগোড়ায়

কলকাতায় শুরু হতে চলেছে অ্যাপ নির্ভর অ্যাম্বুল্যান্স পরিষেবা।

  • |
Google Oneindia Bengali News

এবার কলকাতায় শুরু হতে চলেছে অ্যাপ নির্ভর অ্যাম্বুল্যান্স পরিষেবা। আপনার এক ক্লিকেই সঙ্গে সঙ্গে তা পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়। এবং মুহূর্তে রোগীকে নিয়ে রওনা দেবে হাসপাতালের উদ্দেশে।

এবার কলকাতায় অ্যাম্বুল্যান্স বুক করুন অ্যাপেই

বহুদিন ধরেই অ্যাম্বুল্যান্স পরিষেবা নিয়ে বিস্তর ক্ষোভ রয়েছে শহরবাসীর। সময়ে অ্যাম্বুল্যান্স পাওয়া না যাওয়ায় অনেক মরণাপন্ন রোগীর অবস্থা আরও শোচনীয় নয়। এছাড়া বাধ্য হয়ে অনেক রোগীকে অন্য গাড়িতে চেপে হাসপাতালে পৌঁছতে হয়। যার ফলে জীবনের ঝুঁকি অনেক বেড়ে যায়।

সেই ঝুঁকি কমাতে শুধু কলকাতা নয়, সারা দেশকে দিশা দেখাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই বছরের শুরুতে কলকাতার পথনির্দেশ, বাস রুট সহ বিভিন্ন তথ্য জানতে 'পথদিশা' নামে একটি অ্যাপ তৈরি করে মমতা সরকার। এর মাধ্যমে স্থানীয় এলাকার বাস সম্পর্কে খুঁটিনাটি জানা যাবে।

কলকাতার একটি নবীন স্টার্ট-আপ সংস্থা এই অ্যাপটি তৈরি করে। সেই অ্যাপেই নতুন সংযোজন হতে চলেছে অ্যাম্বুল্যান্স পরিষেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়। ওলা বা উবারের মতোই আপনি দেখতে পারবেন আপনার বাড়ি থেকে কতটা দূরে রয়েছে অ্যাম্বুল্যান্স। সেই অনুযায়ী বুকিং করে ডেকে নিতে পারবেন।

আপাতত কিছু সরকারি-বেসরকারি অ্যাম্বুল্যান্সকে এই পরিষেবার অন্তর্গত করা গিয়েছে। খুব তাড়াতাড়ি সারা শহরে এই পরিষেবাকে যাতে ছড়িয়ে দেওয়া যায়, তার চেষ্টা সরকারি তরফে করা হচ্ছে বলে জানা গিয়েছে।

English summary
An app developed in Kolkata that will help you book Ambulance in a quick time
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X