মদ খেতে গিয়ে ঝগড়া, বন্ধুর মাথায় নোড়া মেরে খুন করল আর এক বন্ধু
মদ্যপানের আসরে এক ব্যক্তি তার বন্ধুর মাথায় নোড়া মেরে খুন করল। ঘটনাটি ঘটেছে শনিবার শরৎ বোস রোডের রাস্তার এক খাবারের দোকানে। জানা গিয়েছে, ঘটনার আগে দুই বন্ধুর মধ্যে তুমুল বচসার সৃষ্টি হয়।

ঘটনাস্থলেই মৃত্যু হয় মনোজ বৈঠার এবং অভিযুক্ত লাল বাবু সদাই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। দক্ষিণ কলকাতার ফুটপাতে মনোজের রক্তাক্ত দেহ সহ নোড়াটি পড়ে ছিল। নোড়ায় ছিল রক্তের দাগ। পুলিশ পরে সদাইকে গ্রেফতার করে। অভিযুক্ত নিজের দোষ স্বীকার করেছে। শনিবার শরৎ বোস রোডের পোস্ট অফিস সংলগ্ন খাবার দোকানে রাত সাড়ে দশটা নাগাদ এই ঘটনা ঘটে। মনোজ ওই খাবারের দোকানে কাজ করতেন। সদাই ২৪, রাজা বসন্ত রায় রোডে পোশাক ইস্ত্রি করত। টালিগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, তারা দু’জনেই বন্ধু ছিল এবং প্রায়ই কাজ শেষ হওয়ার পর তারা দেখা করত। শনিবার দু’জনের মধ্যে ঝগড়া শুরু হয়। রাগের বশে সদাই খাবারের দোকানে থাকা নোড়া দিয়ে মনোজের মাথায় আঘাত করে। রাস্তার দোকানগুলিতে আদা–রসুন বাটতে এই নোড়া ব্যবহার করা হয়। সদাই যখন বুঝতে পারে যে মনোজ আর বেঁচে নেই সে তখনি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, বিহারের ছাপড়ার বাসিন্দা মনোজ বহুবছর ধরে এই খাবারের দোকানে কাজ করছেন। অন্যদিকে সদাই মধুবনী অঞ্চলের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, রাত বাড়লেই এই দোকানগুলিতে মদের ঠেক চলে। সঙ্গে জুয়ার আসর বসে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এইসব দোকানে বহিরাগতদের ভিড় শুরু হয় এবং মাঝে মাঝেই এখানে ঝামেলা–মারপিট চলে। পুলিশও ঠিকমতো এই অঞ্চলে নজকদারি চালায় না। সদাইয়ের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।