For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনআরসি নিয়ে মমতার 'ভুল' দাবি! কীভাবে প্রয়োগ, স্পষ্ট করলেন অমিত শাহ, দেখুন ভিডিও

শুধু বাংলাতেই নয়, সারা ভারতেই এনআরসি চালু করতে চায় বিজেপি। এদিন কলকাতা-সহ রাজ্যের ভোট প্রচারের সভাগুলিতে এমনটাই মন্তব্য করেছেন অমিত শাহ।

  • |
Google Oneindia Bengali News

শুধু বাংলাতেই নয়, সারা ভারতেই এনআরসি চালু করতে চায় বিজেপি। এদিন কলকাতা-সহ রাজ্যের ভোট প্রচারের সভাগুলিতে এমনটাই মন্তব্য করেছেন অমিত শাহ। তিনি বলেন দেশ জুড়ে এনআরসি প্রয়োগ করা হবে। নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত করা হবে। দেশ বিদেশি তথা বাংলাদেশিদের খুঁজে বের করে ফেরত পাঠানো হবে বলেও জানিয়েছেন অমিত শাহ।

এনআরসি নিয়ে মমতার চ্যালেঞ্জ

এনআরসি নিয়ে মমতার চ্যালেঞ্জ

ভোটের প্রচারে এনআরসিকে অন্যতম ইস্যু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ষেখানেই সভা করছেন সেখানেই বলছেন, অসমে ৪০ লক্ষ বাঙালিকে এনআরসির নামে বাদ দেওয়া হয়েছে। রাজ্যে এনআরসি করতে দেওয়া হবে না বলে চ্যালেঞ্জ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পাল্টা চ্যালেঞ্জ অমিত শাহের

পাল্টা চ্যালেঞ্জ অমিত শাহের

এনআরসি নিয়ে পাল্টা চ্যালেঞ্জ নিয়েছে বিজেপি। দলের সভাপতি অমিত শাহ এদিন কলকাতায় বলেছেন, শুধু বাংলাতেই নয়, সারা ভারতেই এনআরসি চালু করতে চায় বিজেপি। কেননা অনুপ্রবেশকারীদের সমস্যা শুধু অসম কিংবা বাংলার বিষয় নয়, সারা দেশের সমস্যা। মন্তব্য করেছেন অমিত শাহ। যেহেতু বাংলা সীমান্ত রাজ্য তাই সেখানে অনুপ্রবেশকারীদের সমস্যা বেশি।

[আরও পড়ুন: বাংলায় উন্নয়নে বাধা তৃণমূল! ক্ষমতায় এলে কোন পথে কাজ, জানালেন যোগী আদিত্যনাথ][আরও পড়ুন: বাংলায় উন্নয়নে বাধা তৃণমূল! ক্ষমতায় এলে কোন পথে কাজ, জানালেন যোগী আদিত্যনাথ]

'প্রথমে সিএবি, তারপর এনআরসি'

এদিন বিজেপি সভাপতি অমিত শাহ নাগরিকত্ব সংশোধনী বিল এবং এনআরসি নিয়ে বিজেপির অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন প্রথমে নাগরিক সংশোধনী বিল পাশ করানো হবে। আরপর এনআরসি চালু করা হবে। তাই শরণার্থীদের কোনও চিন্তা নেই। কেননা নাগরিক সংশোধনী বিল পাশ করানোর পর শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। এরপর এনআরসি চালু করা হবে। তবে যারা অনুপ্রবেশকারী তাদের চিন্তার যথেষ্ট কারণ আছে বলে মন্তব্য করেন তিনি।

[আরও পড়ুন: বাংলা তৃণমূলের সন্ত্রাস মুক্ত কীভাবে! উলুবেড়িয়া থেকে অমিত-বার্তা][আরও পড়ুন: বাংলা তৃণমূলের সন্ত্রাস মুক্ত কীভাবে! উলুবেড়িয়া থেকে অমিত-বার্তা]

English summary
Amit Shah tells they will first introduced CAB, then NRC. He was in Kolkata and answers the allegationsof Mamata Banerjee on CAB and NRC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X