For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হঠাৎই কলকাতায় অমিত শাহের দূত! লোকসভার লক্ষ্যে হল প্রস্তুতি বৈঠক

রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতায় আর এক অমিত। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ঘনিষ্ঠ ওই নেতার নাম অমিত ঠক্কর। তাঁর সঙ্গে রয়েছেন প্রদীপ বাঘেলা নামে অপর এক নেতাও।

  • |
Google Oneindia Bengali News

রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতায় আর এক অমিত। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ঘনিষ্ঠ ওই নেতার নাম অমিত ঠক্কর। তাঁর সঙ্গে রয়েছেন প্রদীপ বাঘেলা নামে অপর এক নেতাও। রথযাত্রার প্রস্তুতি নিয়ে যাবতীয় তথ্য অমিত শাহকে দিচ্ছেন তাঁরা। রাজ্য বিজেপি সূত্রে খবর, রথযাত্রায় সমন্বয় রক্ষা করতেই পাঠানো হয়েছে এই দুই নেতাকে।

কলকাতায় বৈঠক

কলকাতায় বৈঠক

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের পাঠানো দুই প্রতিনিধি কলকাতায় বিজেপির রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গিয়েছে। রথযাত্রার পুরো বিষয়টি দলের তরফে দায়িত্বে থাকা প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের থেকে বোঝার চেষ্টা করেন অমিত ঠক্কর ও প্রদীপ বাঘেলা নামে ওই দুই নেতা।

বৈঠক জেলার জন্যও

বৈঠক জেলার জন্যও

কলকাতায় যেমন বিজেপির শাখা সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন, ওই দুই নেতা, তেমনই জেলার প্রস্তুতি বৈঠকেও ছিলেন। গুজরাত তথা হিন্দি বলয়ে রথযাত্রায় গৃহীত নানা পদক্ষেপ নিয়েও বৈঠক আলোচনা হয় বলে সূত্রের খবর।

অভিজ্ঞতা কাজে লাগাতে

অভিজ্ঞতা কাজে লাগাতে

গুজরাতে রথযাত্রা হয়েছে একাধিকবার। তাই গুজরাটের অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চান বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেইজন্য নিজের রাজ্যের ঘনিষ্ঠ দুই নেতাকে পাঠিয়ে দিয়েছেন কলকাতা। রথযাত্রার প্রস্তুতি সম্পর্কে 'লাইভ আপডেট' দিতে।

4

রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি মুখে বিভিন্ন রকমের মন্তব্য করলেও, তাঁরাও তাকিয়ে রয়েছে রথয়াত্রার দিকে। কতটা সফল হয় তা, তারও অপেক্ষা সকলের। তাদের কটাক্ষ রাজ্য বিজেপির নেতাদের রিপোর্টে বিশ্বাস করতে পারছেন না, অমিত শাহ। তাই একেবারে সরাসরি লোক পাঠিয়ে কাজ খতিয়ে দেখতে চাইছেন তিনি।

English summary
Amit Shah sends two leaders to West Bengal know the preparation of next month's Rathayatra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X