For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি দফতরে সুকান্ত-শুভেন্দু-দিলীপের সঙ্গে শাহী বৈঠক, কী বার্তা অমিতের

শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের দ্বৈরথের আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এলেন। শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দর থেকে সটান বেরিয়ে রাজ্য দফতরে এলেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের দ্বৈরথের আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এলেন। শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দর থেকে সটান বেরিয়ে রাজ্য দফতরে এলেন তিনি। সেখানে শুভেন্দু-সুকান্ত-দিলীপ ছাড়াও ১৪ জন বিজেপি নেতা-নেত্রীর উপস্থিতিতে সাংগঠনিক বৈঠকে সারলেন এবং প্রয়োজনীয় বার্তা দিলেন নেতৃত্বকে।

বিজেপি দফতরে সুকান্ত-শুভেন্দু-দিলীপের সঙ্গে শাহী বৈঠক

নবান্নে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে অমিত শাহ এসেছেন বাংলায়। নবান্নে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবে পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী ও সচিবদের সঙ্গে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর একান্তে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তার আগে বিজেপির রাজ্য দফতরে তাঁর সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এদিন দলীয় বৈঠকে অংশ নিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে পথ দেখান অমিত শাহ। পঞ্চায়েতে লড়াইয়ের আগে ঐক্যবদ্ধ হতে হবে, এক হয়ে কাজ করতে হবে এবং কোন পথে তাঁদের এগোতে হবে তাও স্থির করে দেন। জানা গিয়েছে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও বিজেপি নেতাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়েছেন শাহ।

শনিবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক এবং পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে তাই এই মিটিং বিশেষ তাৎপর্যপূর্ণ। বেশ কয়েকদিন ধরে বিজেপির অন্দরে অন্তর্কলহ মাথাচাড়া দিয়ে উঠেছে। উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েছেন শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ। এদিন বিমানবন্দরে নামার পর তাঁর গাড়িতেই ছিলেন শুভেন্দু ও সুকান্ত। তারপর বৈঠকে দেখা যায় শুভেন্দু ও সুকান্তকে তাঁর দু-পাশে বসতে। দিলীপ ঘোষ বসেছিলেন অন্যদিকে। এই চিত্ রাজ্য রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ।

এদিন অমিত শাহ আসার আগেই হঠাৎ দেখা যায় বিজেপির ত্রিমূর্তিকে এক মঞ্চে। পাশাপাশি বসে রয়েছেন শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ। রাজ্য রাজনীতিতে তাই অবধারিত সেই প্রশ্নটা উঠে পড়েছে, মঞ্চে সখ্যতা দেখালও আসলে কী তাঁদের সম্পর্কের শৈত্য শেষ হবে? নাকি উভয়ের শত্রুতা রয়েই যাবে? অমিত শাহ কি পারবেন বিজেপি নেতৃত্বের অন্তর্কলহ দূর করে দলকে সঙ্ঘবদ্ধ রাখতে। এই বিষয়েও তিনি নিশ্চয় কোনও বার্তা দিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

সম্প্রতি দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর মধ্যে সংঘাত চরমে পৌঁছয়। আর সেই আবহেই রাজ্য এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিজেপির সেকেন্ড ইন কম্যান্ড অমিত শাহের বঙ্গে আসার আগে হঠাৎই ত্রিমূর্তিকে একই মঞ্চে দেখা যাওয়া যেমন বিস্ময়ের, তেমনই রাজ্যে পা দিয়েই কর্মসূচি ব্রেক রে রাজ্য দফতরে সাংগঠনিক বৈঠকও তাৎপর্যের।

English summary
Amit Shah does meeting with BJP’s state committee before meeting With Mamata Banerjee.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X