For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লক্ষ্য মমতার রাজ্যে ২০১৯-এর নির্বাচন! বিজেপির কাজ কীভাবে, ঠিক করে দিলেন অমিত শাহ

এবার থেকে রাজ্য বিজেপি নেতাদের কথায় আর বিশ্বাস নয়, কাজেই নজরদারি করবেন দলীয় সভাপতি অমিত শাহ। এমন সিদ্ধান্তের কথা জানিয়ে বিজেপির রাজ্য দফতরে বার্তা দেওয়া হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

এবার থেকে রাজ্য বিজেপি নেতাদের কথায় আর বিশ্বাস নয়, কাজেই নজরদারি করবেন দলীয় সভাপতি অমিত শাহ। এমন সিদ্ধান্তের কথা জানিয়ে বিজেপির রাজ্য দফতরে বার্তা দেওয়া হয়েছে। সূত্রের খবর এমনটাই।

লক্ষ্য মমতার রাজ্যে ২০১৯-এর নির্বাচন! বিজেপির কাজ কীভাবে, ঠিক করে দিলেন অমিত শাহ

দলের রাজ্য কমিটির বৈঠকে কড়া বার্তা দিয়ে রাজ্য বিজেপির সংগঠনের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় জানিয়েছেন, ফেলে রাখা কাজ দ্রুত শেষ করতে হবে। দলের সংগঠন নিয়েই মূলত এই বার্তা দিয়েছেন তিনি।

[আরও পড়ুন: আরও মহার্ঘ জ্বালানি তেল! মোকাবিলায় ৫ সূত্র মোদী সরকারের][আরও পড়ুন: আরও মহার্ঘ জ্বালানি তেল! মোকাবিলায় ৫ সূত্র মোদী সরকারের]

সূত্রের খবর অনুযায়ী, দলের জেলার নেতাদের সুব্রত চট্টোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রে একটি করে আধুনিক কন্ট্রোলরুম তৈরি করা হবে। এলাকার স্বচ্ছ্ব ভাবমূর্তি থাকা চিকিৎসক, আইনজীবী, শিক্ষক, সমাজসেবীদের কাছে টানার কথা বলেছেন তিনি। প্রতিটি লোকসভা কেন্দ্রে একবছরে নতুন একলক্ষ সদস্যপদ তৈরির কথাও বলা হয়েছে। প্রত্যেক বুথ এলাকায় জেলা সভাপতিদের পৌঁছতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: মহাত্মার স্বপ্ন সফল করতে 'স্বচ্ছ ভারত' অভিযান উদ্বোধন মোদীর, সামিল টাটা-বচ্চনরা][আরও পড়ুন: মহাত্মার স্বপ্ন সফল করতে 'স্বচ্ছ ভারত' অভিযান উদ্বোধন মোদীর, সামিল টাটা-বচ্চনরা]

বিজেপি নেতা সুব্রত চট্টোপাধ্যায় জানিয়েছেন, লোকসভা কেন্দ্রে তৈরি হতে যাওয়া কন্ট্রোলরুমগুলিতে ৩০ জন করে দলীয় সদস্য থাকবেন। প্রয়োজনে, রাজ্যের বাইরে থেকেও তাঁদের নিয়োগ করা হতে পারে। সূত্রের খবর অনুযায়ী, কন্ট্রোলরুমে থাকা সদস্যরাই মূলত কেন্দ্রগুলি সম্পর্কে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে রিপোর্ট পাঠাবেন নিয়মিত। প্রয়োজনে সেই কন্ট্রোল রুমে স্থানীয় নেতৃত্বের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন দলীয় সভাপতি অমিত শাহ। সোশ্যাল মিডিয়ার কাজ থেকে শুরু করে, সেই কেন্দ্রের যাবতীয় সমম্বয়সাধনের পুরো কাজটাই করবেন কন্ট্রোলরুমে থাকা সদস্যরা।

[আরও পড়ুন:গ্যাসের ডিলারশিপ বিলিতে দুর্নীতি! মমতার রাজ্যে গ্রেফতার মোদীর দলের এই নেতা][আরও পড়ুন:গ্যাসের ডিলারশিপ বিলিতে দুর্নীতি! মমতার রাজ্যে গ্রেফতার মোদীর দলের এই নেতা]

English summary
Amit Shah directed the state BJP leaders of West Bengal how to work for 2019 election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X