For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের বিরুদ্ধে লড়াই! উপায় বাতলে দিলেন অমিত শাহ

দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসানোর অভিযোগ করে আন্দোলনে নামছে রাজ্য বিজেপি। সূত্রের খবর অনুযায়ী, বিজেপির সর্বভারতী সভাপতি অমিত শাহ আন্দোলনে নামার নির্দেশ দিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসানোর অভিযোগ করে আন্দোলনে নামছে রাজ্য বিজেপি। সূত্রের খবর অনুযায়ী, বিজেপির সর্বভারতী সভাপতি অমিত শাহ আন্দোলনে নামার নির্দেশ দিয়েছেন। পরবর্তী লোকসভা নির্বাচনে পাখির চোখ যে বাংলা, তা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন তিনি।

 তৃণমূলের বিরুদ্ধে লড়াই! উপায় বাতলে দিলেন অমিত শাহ

বিভিন্ন জেলায় সক্রিয় দলীয় কর্মীদের মামলায় ফাঁসানোর অভিযোগ আগেই করেছিল বিজেপি। পুরুলিয়া-সহ বেশ কিছু জায়গায় ভয় দেখিয়ে বিজেপি ও বজরং দলের কর্মীদের তৃণমূলে যোগ দেওয়ানোর অভিযোগ করেছে বিজেপি। রাজ্য বিজেপির সামনে নতুন করে বিপদ উপস্থিত হয়েছে, রাজ্য বিজেপির নেতা রণজিত চট্টোপাধ্যায় এবং আরএসএস প্রচারক অমলেন্দু চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার ঘটনায়। এলপিজি নিয়ে দুর্নীতির অভিযোগে রণজিত চট্টোপাধ্যায় এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে অমলেন্দু চট্টোপাধ্যায়কে।

কাঁথিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে হামলার ঘটনাতেও উদ্বিগ্ন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব।

[আরও পড়ুন: গরু জাতীয় 'মাতা'! বিধানসভায় প্রস্তাব পাশ মোদীর দল শাসিত রাজ্যে][আরও পড়ুন: গরু জাতীয় 'মাতা'! বিধানসভায় প্রস্তাব পাশ মোদীর দল শাসিত রাজ্যে]

রাজ্যের শাসকদলের ওপর চাপ সৃষ্টি করতে, ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় সন্ত্রাসের অভিযোগ করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপারাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে রাজ্য বিজেপি। তারা রাজ্যপালের সঙ্গেও দেখাও করেছেন একাধিকবার। এর পরেই উঠে আসছে ষড়যন্ত্রের নানা অভিযোগ।

<span class=[আরও পড়ুন:রাজ্যে ফের গ্রেফতার জামাত জঙ্গি! এসটিএফ-এর জালে বুদ্ধগয়া বিস্ফোরণে জড়িত]" title="[আরও পড়ুন:রাজ্যে ফের গ্রেফতার জামাত জঙ্গি! এসটিএফ-এর জালে বুদ্ধগয়া বিস্ফোরণে জড়িত]" />[আরও পড়ুন:রাজ্যে ফের গ্রেফতার জামাত জঙ্গি! এসটিএফ-এর জালে বুদ্ধগয়া বিস্ফোরণে জড়িত]

সূত্রের খবর অনুযায়ী, বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপির অপর নেতা সুরেশ পূজারি দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে হওয়া এফআইআরের কপি চেয়ে পাঠিয়েছেন। অভিযুক্তদের সবরকমের আইনি সাহায্য দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর। তৃণমূলের চাপে ভেঙে না পড়ে আন্দোলন জোরদার করেই পাল্টা আক্রমণের পন্থা নিয়েছে বিজেপি নেতৃত্ব। সেই পন্থা হল পাল্টা আন্দোলন।

[আরও পড়ুন:পুরুলিয়ায় বড় ধাক্কা ! তৃণমূলের চালে ধরাশায়ী বিজেপি][আরও পড়ুন:পুরুলিয়ায় বড় ধাক্কা ! তৃণমূলের চালে ধরাশায়ী বিজেপি]

English summary
Amit Shah directed the State BJP leaders to go all out against ruling TMC in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X