For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইনি ফাঁসে রথযাত্রা! পরিবর্তিত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সফরের সূচি তৈরি

আইনি ফাঁসে বাধা পড়েছে বাংলার রথযাত্রা। পরিবর্ত হিসেবে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীকে দিয়ে দু থেকে তিনটি সভার আয়োজন করতে চায় বাংলার বিজেপি নেতৃত্ব।

  • |
Google Oneindia Bengali News

আইনি ফাঁসে বাধা পড়েছে বাংলার রথযাত্রা। পরিবর্ত হিসেবে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীকে দিয়ে দু থেকে তিনটি সভার আয়োজন করতে চায় বাংলার বিজেপি নেতৃত্ব।

আইনি ফাঁসে রথযাত্রা! পরিবর্তিত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সফরের সূচি তৈরি

বিজেপির পরিকল্পনা ছিল লোকসভা নির্বাচনের আগে বাংলায় রথযাত্রার আয়োজন করার। তিনটি রথ ৪২ টি লোকসভা কেন্দ্রকে ছুঁয়ে যাবে, পরিকল্পনা ছিল বিজেপির। যদিও পরবর্তী সময়ে রাজ্য সরকার রথযাত্রার অনুমতি না দেওয়ায় তা আইনি জটে বন্দি হয়ে পড়ে।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রথম সভা রাজ্যে হতে পারে ২৯ জানুয়ারি। দিল্লিতে একটি তালিকাও পাঠানো হয়েছে। তবে কোনও কিছুই চূড়ান্ত হয়নি বলেই জানিয়েছেন তিনি।

নতুন বছরে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম সভা হতে পারে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তবে বিজেপির সভার আগে ১৯ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বিরোধীদলের নেতাদের নিয়ে সভা হতে চলেছে।

বিধানসভা নির্বাচনে হিন্দি বলয়ের তিন রাজ্যের নির্বাচনে ধাক্কা খাওয়ার বাংলাকে যথেষ্টই গুরুত্বের চোখে দেখছে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। লোকসভা নির্বাচনে রাজ্য থেকে কমকরে ২২ আসনে জিততে চায় বিজেপি। টার্গেট ঠিক করে দিয়েছেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

গত কয়েক বছর ধরে বিশেষ করে ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে প্রধান বিরোধীদল হিসেবে উঠে এসেছে বিজেপি।

English summary
Amid Uncertainty Over Bengal 'Rath Yatras', BJP Mulls Rallies With PM
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X