For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন্দিরে বসা নিয়ে বিবাদ, খাস কলকাতায় দুই পাড়ার সংঘর্ষ, মোতায়েন পুলিশ

তিল থেকে তাল। মন্দিরে বসা নিয়ে দুই পাড়ার মধ্যে বিবাদ রূপ নিল সংঘর্ষে। রণক্ষেত্র হয়ে উঠল শোভাবাজার। দফায় দফায় সংঘর্ষে এলাকা অগ্নিগর্ভ।

Google Oneindia Bengali News

কলকাতা, ২৫ এপ্রিল : তিল থেকে তাল। মন্দিরে বসা নিয়ে দুই পাড়ার মধ্যে বিবাদ রূপ নিল সংঘর্ষে। রণক্ষেত্র হয়ে উঠল শোভাবাজার। দফায় দফায় সংঘর্ষে এলাকা অগ্নিগর্ভ। সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবার তা আরও সাংঘাতিক রূপ নেয়। অরবিন্দ সরণি ও রবীন্দ্র সরণির দুই পাড়ার মধ্যে প্রথমে বচসা বাধে। তারপর বোতল ছোড়াছুড়ি থেকে ইটবৃষ্টি, মারধর। জখম হয়েছেন অনেকেই। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।

মন্দিরে বসা নিয়ে বিবাদ, খাস কলকাতায় দুই পাড়ার সংঘর্ষ, মোতায়েন পুলিশ


ঘটনার সূত্রপাত সোমবার রাত দশটা নাগাদ। স্থানীয় মন্দিরে বসা নিয়ে দু'পাড়ার দু'দলের দ্বন্দ্ব বাধে। সেই দ্বন্দ্ব ক্রমশই মোড় নিতে থাকে অন্যদিকে। ক্রমেই দু'পাড়ার দুই সমাজবিরোধী গোষ্ঠী সক্রিয় হয়ে ওঠে। তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। খাস কলকাতার বুকে এই ধরনের গণ্ডগোল থামাতে পুলিশ তৎপর হয়ে ওঠে। এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় এসটিএফ, র‍্যাফ।

পুলিশ মধ্যস্থতা করে গন্ডগোল মেটাতে উদ্যোগী হয়েছে। দুই পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি হিংসা ছড়ানোয় যাঁরা অভিযুক্ত, তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

English summary
Altercation about sitting in the temple at Shovabazar, clash between two groups
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X