For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খাদিম কর্তা অপহরণ মামলায় দ্বিতীয় দফার রায়দান ৮ ডিসেম্বর

খাদিম কর্তা পার্থ রায়বর্মন অপহরণ মামলায় দ্বিতীয় দফার রায়ঘোষণা করতে চলেছে আদালত। আলিপুর আদালতে রায় ঘোষণা করবেন বিচারক অরুণকিরণ বন্দ্যোপাধ্যায়। সবমিলিয়ে ঘটনার ষোলো বছর পরে দ্বিতীয় দফার রায় ঘোষণা হবে।

  • |
Google Oneindia Bengali News

খাদিম কর্তা পার্থ রায়বর্মন অপহরণ মামলায় দ্বিতীয় দফার রায় আগামী ৮ ডিসেম্বর ঘোষণা করবে আদালত। আলিপুর আদালতে এদিন রায় ঘোষণা করার কথা ছিল বিচারক অরুণকিরণ বন্দ্যোপাধ্যায়ের। সবমিলিয়ে ঘটনার ষোলো বছর পরে দ্বিতীয় দফার রায় ঘোষণা হতো। তবে এদিন সেটা পিছিয়ে দেওয়া হয়েছে।

Alipore court to pronounce second verdict on Khadim owner Partha Roy Burman abduction case

২০০১ সালের জুলাই মাসের শেষে নিজের তিলজলার বাড়ি থেকে বেরিয়ে লেদার কমপ্লেক্সে যাওয়ার পথে রাস্তায় অপহরণ করা হয় খাদিম কর্তা পার্থ রায়বর্মনকে। একটি মারুতি ভ্যানে করে তাঁকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা।

বেশ কিছুদিন আটকে রাখার পরে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। দীর্ঘ টালবাহনার পরে ৫ কোটি টাকা দিয়ে মুক্তি পান পার্থবাবু।

সেই ঘটনায় ২০০৯ সালে মূল অভিযুক্ত আফতাব আনসারি, আসাবুদ্দিন সওকত, হ্যাপি সিং, আকিব আলি ও আবদুল রহমান কুঞ্জিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেইসময়ে মোট অভিযুক্ত ২২ জনের মধ্যে বাকী ১৭জনকে বেকসুর খালাস করা হয়।

এই ঘটনায় পরে আরও মোট আটজনকে গ্রেফতার করে সিআইডি। তাদের বিচার ২০১৩ সালে শুরু হয়। সেই ঘটনায় দেরি হওয়ায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে। সেইমতো রায় ঘোষণা করবেন বিচারক।

English summary
Alipore court to pronounce second verdict on Khadim owner Partha Roy Burman abduction case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X