For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার ডাকে জোটের পথ দেখাতে মোদী বিরোধী মহামঞ্চে আসছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে ১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সমাবেশ থেকেই ১৯-শে বিজেপি হটাওয়ের আওয়াজ তুলবেন।

Google Oneindia Bengali News

২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে ১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সমাবেশ থেকেই ১৯-শে বিজেপি হটাওয়ের আওয়াজ তুলবেন। এবং এই সমাবেশকে বিজেপি বিরোধী মহামঞ্চ হিসেবে গড়ে তোলার বার্তাও দিয়েছিলেন তিনি। শেষপর্যন্ত মমতার ডাকে সাড়া দিলেন এক বিরোধী নেতা। তিনি উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

মমতার ডাকে জোটের পথ দেখাতে আসছেন অখিলেশ

সোমবার অখিলেশ যাদব ফোন করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁদের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়। লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট নিয়েও কথা হয় তাঁদের। তখনই ব্রিগেড সমাবেশ উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি দেন অখিলেশ। এর আগেও একাধিকবার দুই নেতা-নেত্রী একত্রিত হয়ে মোদী বিরোধী আন্দোলন গড়ে তুলেছিলেন।

উল্লেখ্য, কয়েকদিন আগেই উত্তরপ্রদেশে সপা-বসপার জোট ঘোষণা হয়েছে। মায়াবতী ও অখিলেশ এক সঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করার ব্যাপারে সম্মত হয়েছেন। এখন দেখার মায়াবতীও অখিলেশের মতো মমতার মঞ্চে আসেন কি না। এখনও স্পষ্ট নয়, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কেউ ব্রিগেড সভায় আসবেন কি না।

একই সঙ্গে দেখার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর মমতার ডাকে সাড়া দিয়ে আসেন কি না ব্রিগেড সমাবেশে। আদতে এই সমাবেশ আদর্শ মোদী বিরোধী মঞ্চ হয়ে ওঠে কি না সেটাই প্রশ্ন। এদিন মায়াবতীর সঙ্গে দেখা করে বিহারের আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, মোদী বিরোধী জোটের পথ দেখাবে উত্তরপ্রদেশ ও বিহার।

English summary
Akhilesh Yadav will come in Mamata Banerjee’s brigade to inform over telephone. He assures Mamata Banerjee to call against Modi from Brigade.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X