For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর মোদী নন! কে হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী, ব্রিগেড থেকে বার্তা অখিলেশের

দেশে পরিবর্তন অবশ্যম্ভাবী। লোকসভা ভোটের পরই তাই নতুন প্রধানমন্ত্রী্ বসবেন দিল্লির কুর্সিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্রিগেড সমাবেশ থেকে আওয়াজ তুললেন অখিলেশ যাদব।

  • |
Google Oneindia Bengali News

দেশে পরিবর্তন অবশ্যম্ভাবী। লোকসভা ভোটের পরই তাই নতুন প্রধানমন্ত্রী্ বসবেন দিল্লির কুর্সিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্রিগেড সমাবেশ থেকে আওয়াজ তুললেন সমাজবাদী নেতা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি বলেন, নতুন প্রধানমন্ত্রী দেবে বিরোধীদের মহাজোট। সেই বার্তা দিল এদিনের সমাবেশ।

ব্রিগেড পথ দেখাবে

ব্রিগেড পথ দেখাবে

অখিলেশ যাদব বলেন, এই ব্রিগেড থেকেই দেশ সিদ্ধান্ত নেবে দেশের প্রধানমন্ত্রী বদল করার। শাসক বদল করার। মোদীজি মাঝেমধ্যেই বিরোধী জোটকে কটাক্ষ করেন। তিনি বলেন, কে হবেন বিরোধী জোটের প্রধানমন্ত্রী। আজ আমি বলছি, তিনি ঠিকই বলেন। সত্যিই তো, আমাদের বিরোধী জোটে অনেক মুখ রয়েছে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য।

জনতা ঠিক করবেন প্রধানমন্ত্রী

জনতা ঠিক করবেন প্রধানমন্ত্রী

তাই জনতাই ঠিক করবেন, কে হবেন আমাদের বিরোধী জোটের প্রধানমন্ত্রী। বিরোধী জোটকে নিয়ে সব কটাক্ষের জবাব দেবে সাধারণ মানুষ। লোকসভা ভোটের পর সমস্ত পরিষ্কার হয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়। উত্তরপ্রদেশে জোট হয়ে গিয়েছে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টির। এই জোট নিয়েও অনেক কটাক্ষ করা হয়েছিল। সেই জবাব পেয়ে গিয়েছেন মোদী।

[আরও পড়ুন:লৌহমানবী মমতাকে ভয় পান মোদী! ২০১৯-এ দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের বার্তা স্ট্যালিনের][আরও পড়ুন:লৌহমানবী মমতাকে ভয় পান মোদী! ২০১৯-এ দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের বার্তা স্ট্যালিনের]

মোদী হটানোর ডাক

মোদী হটানোর ডাক

অখিলেশ বলেন, জোটপন্থী সমস্ত নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে এই মঞ্চে এসেছেন। সবাই সম্মিলিত আওয়াজ তুলছেন কেন্দ্রের মোদী সরকারকে হটানোর জন্য। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে দেশের অধিকাংশ দল আজ একজোট হয়েছে। মানুষ আজ ঐক্যবদ্ধ। দেশের মানুষের ডাককে আর উপেক্ষা না করে উপায় নেই।

[আরও পড়ুন:তৃণমূলের ব্রিগেড! কংগ্রেসের প্রতিনিধির সামনেই উঠল বোফর্সের কথা][আরও পড়ুন:তৃণমূলের ব্রিগেড! কংগ্রেসের প্রতিনিধির সামনেই উঠল বোফর্সের কথা]

সম্মিলিত আওয়াজ উঠেছে

সম্মিলিত আওয়াজ উঠেছে

অখিলেশ বলেন, চাষি থেকে মধ্যবিত্ত সবাই খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন এই মোদী সরকারের আমলে। মানুষ আজ তিতিবিরক্ত এই সরকারের প্রতি। তাই মানুষকে মুক্তি দিতে হবে। বিরোধীরা তাই জোটবদ্ধ হয়েছে। কলকাতার ব্রিগেডের মঞ্চ থেকে সেই আওয়াজই তুলছেন সবাই। যা ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপির শেষের দিনের শুরু করবে।

[আরও পডুন:মোদী সরকার মিথ্যাবাদী! ব্রিগেডের সমাবেশে অভিযোগ বাজপেয়ী সরকারের মন্ত্রীর][আরও পডুন:মোদী সরকার মিথ্যাবাদী! ব্রিগেডের সমাবেশে অভিযোগ বাজপেয়ী সরকারের মন্ত্রীর]

English summary
Akhilesh Yadav clears Brigade says India will get new Prime Minister in 2019. He gives message to defeat Narendra Modi from Brigade and build united India also,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X