For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিরঙ্কুশ গরিষ্ঠতা! যা করলেন মমতার দলের এই মেয়র পারিষদ, তাতে লজ্জা পাবেন

পুরসভায় গাড়ি রাখায় জায়গা নিয়েও বচসা চৃণমূলে। প্রবল গরমে রাস্তায় চাদর পেতে শুয়ে বিধাননগর পুরসভার এমআইসি। যে সে বিভাগের এমআইসি নয়। শিক্ষা বিভাগের এমআইসি রাজেশ চিরিমার।

  • |
Google Oneindia Bengali News

পুরসভায় গাড়ি রাখায় জায়গা নিয়েও বচসা চৃণমূলে। প্রবল গরমে রাস্তায় চাদর পেতে শুয়ে বিধাননগর পুরসভার এমআইসি। যে সে বিভাগের এমআইসি নয়। শিক্ষা বিভাগের এমআইসি রাজেশ চিরিমার। ঘণ্টা দেড়ের পরে বুঝিয়ে তাঁকে রাস্তা থেকে তোলা হয়। বাড়ি যাওয়ার সময় তিনি বলে যান, আর কোনও দিন পুরসভায় আসবেন না তিনি।

নিরঙ্কুশ গরিষ্ঠতা! যা করলেন মমতার দলের এই মেয়র পারিষদ, তাতে লজ্জা পাবেন

বুধবার সময়টা ছিল বেলা একটার আশপাশে। বিধাননগর পুরসভায় ঢুকছিলেন মেয়র পারিষদ শিক্ষা রাজেশ চিরিমার। কিন্তু তাঁর গাড়ি রাখার নির্দিষ্ট জায়গা না থাকায় আর কোনও আবেদন নিবেদন নয়, এক্কেবারে গান্ধীগিরিতেই নেমে পড়েন তিনি। একটি চাদর নিয়ে এসে, পুরসভার প্রবেশ পথে চাদর বিছিয়ে শুয়ে পড়েন তিনি।

এই নাটকের খবর ছড়িয়ে পড়তেই পুরসভার কর্মী ও অফিসাররা তাঁকে দেখতে ভিড় করেন। অনেকেই তাঁকে বোঝাতেও ছুটে যান। কিন্কু কে কার কথা শোনে। ঘন্টা খানেকেরও বেশি সময় তিনি একই জায়গায় শুয়ে থাকেন। আর বলতে থাকেন কাউকেই পুরসভায় ঢুকতে হবে না।

জানা গিয়েছে, এর আগেও গাড়ি রাখার জায়গা নিয়ে বচসায় জড়িয়েছেন বিধাননগর পুরসভার এই মেয়র পারিষদ। মূলত তাঁর সমস্যা ডেপুটি মেয়রের গাড়ির জন্য রাখা জায়গা নিয়ে।

ঘন্টা খানেক শুয়ে থাকার পর অটোতে বাড়ি ফিরে যান তিনি। আর বলে যান পুরসভায় আর আসতে চান না।

English summary
Agitation of MIC of Bidhannagar in front of the Municipality office Building
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X