For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিয়োগে একগুচ্ছ বেনিয়মের অভিযোগ! স্বাস্থ্য ভবনে ব্যাপক বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি

শিক্ষা নিয়ে একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক নিয়োগ প্রকাশ্যে এসেছে। যা নিয়ে চরম অস্বস্তিতে রাজ্য প্রশাসন। আর এর মধ্যে এবার স্বাস্থ্যে নিয়োগ নিয়েও বেনিয়মের অভিযোগ।

  • |
Google Oneindia Bengali News

শিক্ষা নিয়ে একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক নিয়োগ প্রকাশ্যে এসেছে। যা নিয়ে চরম অস্বস্তিতে রাজ্য প্রশাসন। আর এর মধ্যে এবার স্বাস্থ্যে নিয়োগ নিয়েও বেনিয়মের অভিযোগ। অস্বচ্ছ ভাবে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। আর এই অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল সল্টলেক।

স্বাস্থ্য ভবনে ব্যাপক বিক্ষোভে ধন্ধুমার পরিস্থিতি

সোমবার সকাল থেকেই সল্টলেক সেক্টর ফাইভ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড দপ্তরের সামনে ভিড় জমাতে থাকেন চাকরি প্রার্থীরা। কিন্তু বেলা গড়াতেই পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। একেবারে পুলিশের সঙ্গে দফায় দফায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন চাকরি প্রার্থীরা। আর এরপরেই দফতরের সামনে বিক্ষোভ অবস্থানে বসে পড়েন চাকরি প্রার্থীরা।

আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি। প্রায় তিন ঘন্টারও বেশি সময় ধরে চলছে এই বিক্ষোভ। যার জেরে আটকে গিয়েছে রাস্তা। তীব্র যানজট সল্টেলেকের একাংশ।

অন্যদিকে পুলিশের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের। অভিযোগ, পুলিশ তাঁদের সঙ্গে দুব্যবহার করেছে। এমনকি মহিলা পুলিশ ছাড়াই মহিলাদের গায়ে পুরুষ পুলিশকর্মীরা হাত দিয়েছে বলেও অভিযোগ। এমনকি বিভিন্ন কুকথা বলা হয়েছে বলেও অভিযোগ। যা নিয়ে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে খবর। যদিও পুলিশের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। শুধু তাই নয়ম বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ। তবে চাকরিপ্রার্থী আন্দোলনকারী এবং পুলিশের সঙ্গে সংঘাতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। উত্তেজনা এলাকায়।

এই মুহূর্তে স্বাস্থ্য ভবন লাগোয়া বেনফিশ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এর সামনে কয়েক হাজার চাকরি প্রার্থী এই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বলে খবর। চাকরি প্রার্থীদের দাবি, পাঁচ হাজার জন পরীক্ষা দিলেও মাত্র দু হাজার জনকে নিয়োগ করা হয়েছে। কাউকেও ডাকাও হয়নি। এমনকি বয়স পেরিয়ে যাওয়ার পরেও নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ।

পুরো নিয়োগ প্রক্রিয়া অস্বচ্ছ বলে অভিযোগ। আর এই অভিযোগে চলছে বিক্ষোভ। তবে তাঁদের দাবি নার্সিং মেধা তালিকাতে নাম নথিভুক্ত নার্সদের অবিলম্বে নিয়োগ করতে হবে। এই বিষয়ে প্রশাসনের তরফে পর্যায় আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে স্পষ্ট হুঁশিয়ারি আন্দোলনকারীদের।

যদিও এই সংশ্লিষ্ট প্রশাসনের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে জানা গিয়েছে, আলোচনা করতে আন্দোলনকারী চাকরি প্রার্থীদের মধ্যে থেকে চারজনকে ডেকে পাঠানো সংশ্লিষ্ট আধিকারিকদের তরফে। যদিও বিক্ষোভকারীদের দাবি, কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এমনকি আলোচনাও হয়নি।

English summary
Agitation in health sector, allegation of corruption in recruitment for nursing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X