For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৪ সালের টেট উত্তীর্ণদের বিক্ষোভে উত্তাল এলাকা, অসুস্থ বহু আন্দোলনকারী

টেট উত্তীর্নদের বিক্ষোভে উত্তাল করুণাময়ী। ২০১৪ সালের টেট পাশ চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল এলাকা। একেবারে রাস্তাতে শুয়ে পড়ে এই বিক্ষোভ শুরু হয়েছে। একেবারে প্রবল গরম উপেক্ষা করেই এই বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের মধ্যে

  • |
Google Oneindia Bengali News

টেট উত্তীর্নদের বিক্ষোভে উত্তাল করুণাময়ী। ২০১৪ সালের টেট পাশ চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল এলাকা। একেবারে রাস্তাতে শুয়ে পড়ে এই বিক্ষোভ শুরু হয়েছে। একেবারে প্রবল গরম উপেক্ষা করেই এই বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েকজন প্রাথমিক শিক্ষা পর্ষদের মধ্যে ঢুকে পড়ে বলেও জানা যাচ্ছে।

হঠাত এই আন্দোলন ঘিরে পুরো রণক্ষেত্র পরিস্থিতি করুণাময়ী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। নামানো হয়েচ্ছে র‍্যাফ। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস ঘেরাও ঘিরে চলছে বিক্ষোভ।

শয়ে শয়ে এপিসি ভবনের দিকে ছুটতে শুরু

শয়ে শয়ে এপিসি ভবনের দিকে ছুটতে শুরু

চাকরির দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে সাড়ে ৫০০ এরও বেশি দিন ধরে আন্দোলন চালাচ্ছেন প্রার্থীরা। টেট পাশ করলেও সরকার তাঁদের নিয়োগের ব্যাপারে দিনের পর দিন উদাসীন বলে দাবি আন্দোলনকারীদের। তবে আজ সোমবার হঠাত করেই এপিসি ভবন অভিযানের ডাক দেন চাকরি প্রার্থীরা। করুণাময়ী মেট্রো স্টেশন থেকে শয়ে শয়ে এপিসি ভবনের দিকে ছুটতে শুরু করেন। কেউ কেউ আবার শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন।

পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি বেঁধে যায়

পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি বেঁধে যায়

রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ আধিকারিকদের মধ্যেও। করুণাময়ীতে পুলিশের তরফে সবরকম ভাবে আয়োজন করা হয়েছিল। এমনকি সেখানে ধর পাকড় চলছিল। কিন্ত্যু হঠাত করে কয়েকশ চাকরি প্রার্থী মেট্রো থেকে বেরিয়ে ছুটতে শুরু করে দেন। তাঁদের পিছনে ছুটতে শুরু করেন পুলিশ আধিকারিকরা। একেবারে পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি বেঁধে যায়। করুণাময়ী মোড়ে বসে পড়ে চলে অবরোধও। একেবারে আন্দোলন ঘিরে উত্তাল এলাকা।

একেবারে উত্তাল সল্টলেক।

একেবারে উত্তাল সল্টলেক।

তবে প্রবল গরমে এই আন্দোলনে বেশ কয়েকজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন বলে জানা যাচ্ছে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। অন্যদিকে চাকরি প্রার্থীদের দাবি। দীর্ঘ ৮ বছর হয়ে গিয়েছে। দিনের পর দিন অপেক্ষা করে ফের কেন পরীক্ষা। নতুন করে ইন্টারভিউতে না আন্দোলনকারীদের। তাঁদের দাবি, বয়স পেরিয়ে গিয়েছে। সেখানে দাঁড়িয়ে নতুন করে ইন্টারভিউতে বসার বয়স নেই বলেও দাবি চাকরি প্রার্থীদের। ফলে অবিলম্বে নিয়োগের প্রয়োজন ভবলে দাবি চাকরি প্রার্থীদের। এমনকি এই বিষয়ে আজই সিদ্ধান্ত না নেওয়া হলে মৃত্যু বরণ করবে বলেও হুঁশিয়ারি আন্দোলনকারীদের। শুধু তাই নয়, দিনের পর দিন টাকা দিয়ে অযোগ্যরা চাকরি পেয়েছে। ফলে তাঁদের নিয়োগ বাতিল করে দ্রুত তাঁদের চাকরি দিতে হবে বলেও দাবি চাকরি প্রার্থীদের। আর এহেন দাবিতে এই মুহূর্তে একেবারে উত্তাল সল্টলেক।

অনুব্রতর রক্ষী সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি, নির্দেশ আদালতের অনুব্রতর রক্ষী সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি, নির্দেশ আদালতের

English summary
Agitation by TET candidates at Salt Lake, many fell ill
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X