For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কালীপুজোয় মমতার বাড়িতে আমন্ত্রণ এখন অতীত! ফের রাজ্যপাল-সরকার সংঘাতের আঁচ বাংলায়

পুজো মিটতে না মিটতেই পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সংঘাতের আঁচ রাজ্যপালের। সোমবার রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন বেঙ্গল ইন্টেলেকচুয়াল সোসাইটির সাত সদস্য।

  • |
Google Oneindia Bengali News

পুজো মিটতে না মিটতেই তৃণমূল কংগ্রেস সরকারের সঙ্গে সংঘাতের আঁচ রাজ্যপালের। সোমবার রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন বেঙ্গল ইন্টেলেকচুয়াল সোসাইটির সাত সদস্য। যাঁদের নেতৃত্বে ছিলেন অগ্নিমিত্রা পাল। জিয়াগঞ্জে শিক্ষক-সহ পরিবার হত্যা এবং সাংবাদিক তথা কংগ্রেস নেতাকে পুলিশি উৎপীড়ন নিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলেন তাঁরা। সূত্রের খবর অনুযায়ী, রাজ্যপাল তাঁদের জানিয়েছেন বিষয়গুলি খতিয়ে দেখবেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রাজ্যপাল

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রাজ্যপাল

যাদবপুর-সহ একাধিক বিষয়ে রাজ্য সরকারে এবং রাজ্যপালের মধ্যে সংঘাতে আবহ তৈরি হয়েছিল। তারই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে রবিবার সন্ধেয় কালীঘাটে গিয়েছিলেন সস্ত্রীক রাজ্যপাল। বেশ কিছুক্ষণ তিনি সেখানে ছিলেন। পরিবারের সদস্য ছাড়াও পার্থ চট্টোপাধ্যায়ের পাশে বসেও তিনি কথা বলেন। বেরনোর সময় রাজ্যপাল জানিয়ে যান তিনি অভিভূত।

রাজ্যপালের কাছে প্রতিনিধি দল

রাজ্যপালের কাছে প্রতিনিধি দল

যদিও রাত কাটতে না কাটতেই পরিস্থিতির বদল হয়ে যায়। সোমবার বিজেপি নেত্রী তথা বেঙ্গল ইন্টেলেকচুয়াল সোস্যাইটির সাত সদস্য রাজ্যপালের সঙ্গে দেখা করেন। তাঁরা জিয়াগঞ্জে শিক্ষক-সহ পরিবারের খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেন। পাশাপাশি খড়দহ থানায় সাংবাদিক তথা কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারের বিষয়টিও রাজ্যপালের সামনে তুলে ধরেন। তাঁরা জানান সন্ধেয় কোনও ওয়ারেন্ট ছাড়াও বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পর পরের দিন ভোর পর্যন্ত একটা টুলে বসিয়ে রেখে সন্ময় বন্দ্যোপাধ্যায়ের ওপর অত্যাচার করা হয়েছে।

খতিয়ে দেখার আশ্বাস

খতিয়ে দেখার আশ্বাস

প্রতিনিধিদলের তরফে অগ্নিমিত্রা পালের দাবি, রাজ্যপাল তাঁদের পুরো বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

পার্থ চট্টোপাধ্যায়ের প্রশ্ন

পার্থ চট্টোপাধ্যায়ের প্রশ্ন

যদিও পার্থ চট্টোপাধ্যায় রাজ্যপালের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, কীভাবে একটা সাবজুডিস ব্যাপারে রাজ্যপাল প্রশ্ন তুলতে পারেন।

English summary
Again face off has started between Governor and the WB Govt after puja ends.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X