For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দম্পতিকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ! ৮ দিন পর গ্রেফতার অভিযুক্ত অটোচালক

প্রিন্স আনোয়ার শাহ রোডে দম্পতিকে মারধর ও শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার করা হল অভিযুক্ত অটোচালককে। ১৮ মার্চ সন্ধেয় ঘটনাটি ঘটে বলে অভিযোগ।

  • |
Google Oneindia Bengali News

প্রিন্স আনোয়ার শাহ রোডে দম্পতিকে মারধর ও শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার করা হল অভিযুক্ত অটোচালককে। ১৮ মার্চ সন্ধেয় ঘটনাটি ঘটে বলে অভিযোগ। লেক থানায় অভিযোগ দায়ের করেছিলেন দম্পতি। সোমবার রাতে দেশপ্রাণ শাসমল রোড এলাকায় থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত অটোচালককে। ধৃত অটোচালকের নাম শেখ আফজার ওরফে মনোজ।

দম্পতিকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ! ৮ দিন পর গ্রেফতার অভিযুক্ত অটোচালক

কাটা রুট, ভাড়া নিয়ে সমস্যা, খুচরো নিয়ে সমস্যা, কলকাতার অটোরুটগুলোতে এই ধরনের সমস্যা লেগেই রয়েছে। এর মধ্যে যুক্ত হয়েছে অটোচালকদের হুমকি। ঘটনাটি ১৮ মার্চ সোমবার সন্ধে সাড়ে ছটা নাগাদ। সূত্রের খবর অনুযায়ী, এক দম্পতি সন্তানদের নিয়ে আনোয়ার শাহ রোডের একটি মলে গিয়েছিলেন। ফেরার সময় বেজায় বিপত্তি। তারা দেখতে পান একের পর অটো তারাতলা লেখা রয়েছে। কিন্তু কেউই যেতে রাজি নয়। এই সময় অটোগুলির নম্বর প্লেটের ছবি তুলতে যান ওই দম্পত্তি। তখনই তাদের ওপর আক্রমণ নেমে আসে বলে অভিযোগ। এলাকায় থাকা ৩০ থেকে ৩৫ জন অটোচালক ওই দম্পতির ওপর হামলা চালায় বলে অভিযোগ। একইসঙ্গে ভয় দেখানো হয় বলেও অভিযোগ।

[আরও পড়ুন: প্রাক্তন সিপিএম নেতার দেহ উদ্ধার! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপালে][আরও পড়ুন: প্রাক্তন সিপিএম নেতার দেহ উদ্ধার! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপালে]

ভুক্তভোগী মহিলা তাঁর প্রতিক্রিয়ায় বলেছিলেন, সন্ধে সাড়ে ছটার সময়কার এমন ঘটনা তারা ভাবতেই পারছেন না। তিনি জানিয়েছিলেন, প্রথম অটোটি ভদ্রভাবে বলে যাবে না। পরের অটোগুলি নানা ধরনের বক্তব্য রাখতে থাকে বলে অভিযোগ করেন ওই মহিলা। সেই সময় অটোর নম্বর প্লেটের ছবি তুলতে গেলেই অস্রাব্যভাষায় গালাগালি করা হয় বলে অভিযোগ। তাই নিয়ে শুরু হয় বচসা। এমন কী এলাকায় এক সার্জেন্ট থাকলেও তিনি ( সার্জেন্ট) বলেন, তিনি এই এলাকার ডিউটির জন্য নন। ওই মহিলা বলেছিলেন, যদি অফিস টাইমে বাড়ি ফেরার সময় এই ঘটনা ঘটে, তাহলে রাত বাড়তে তো কলকাতার রাস্তায় যা খুশি হতে পারে।

[আরও পড়ুন: হেঁটেছিলেন ৭৯ হাজার কিমি পথ! গবেষণায় সামনে আসল গান্ধীজির স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ][আরও পড়ুন: হেঁটেছিলেন ৭৯ হাজার কিমি পথ! গবেষণায় সামনে আসল গান্ধীজির স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ]

English summary
Again auto atrocities in Kolkata, allegedly molested a woman at Anwar Shah road
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X