For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংস্কারের সাথে সাথে টালা ব্রিজ সম্প্রসারণের প্রস্তাব পিডব্লুডি-র

সংস্কারের সাথে সাথে টালা ব্রিজ সম্প্রসারণের প্রস্তাব পিডব্লুডি-র

  • |
Google Oneindia Bengali News

কয়েকমাস আগেই টালা ব্রিজের বেহাল অবস্থার জন্য সেতুটি দিয়ে ভারী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই চলতি বছরে পুজোর সময় পঞ্চমী থেকে দশমী টানা ৬ দিন ধরে স্বাস্থ্য পরীক্ষার পর ব্রিজটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে মুম্বইয়ের একটি বিশেষজ্ঞ সংস্থা। যার জেরে চলতি মাসেই তীব্র যানজটের মোকাবিলা করতে হয়েছে কলকাতা ও শহরতলির নিত্যযাত্রীদের।

সংস্কারের সাথে সাথে টালা ব্রিজ সম্প্রসারণের প্রস্তাব পিডব্লুডি-র


আর এই উভয়সংকটের মাঝেই এবার বর্তমান রাজ্য সরকারকে নতুন প্রস্তাব দিল পিডব্লুডি। ব্রিজটি সংস্কারের পর প্রায় ৬ কিলোমিটার ব্যাপ্তি যুক্ত নতুন রাস্তা তৈরির প্রস্তাব রাজ্যের গণপূর্ত বিভাগের। রেললাইনের উপর নির্মিত ব্রিজটি বর্তমানে একই সময়ে ২৫০টন পর্যন্ত ওজন বহন করতে সক্ষম ছিল। নতুন এই প্রস্তাবনার বাস্তবায়ন হলে এরপর থেকে নবনির্মিত ব্রিজটি প্রায় একই সময়ে প্রায় ৪০০টন ওজনের কাছাকাছি ভার বহনে সক্ষম হবে বলে জানাচ্ছে পিডব্লুডি।

এই বিষয়ে মুম্বইয়ের বিশেষজ্ঞ দল 'রাইটস’ ও রাজ্য পরিবহন দফতরের তরফে সবুজ সংকেত মিললেও এই সামগ্রিক বিষয়টির বাস্তবায়নে রেলে মন্ত্রকেরও সায় লাগবে বলেও জানান রাজ্য প্রশাসনের আধিকারিকরা। বেহাল দশার কারণে বর্তমানে ৩ টন ওজনের বেশি পণ্যবাহী গাড়ী পরিবহনে অক্ষম এই ব্রিজটি। মাত্রাতিরিক্ত পরিবহন যে কোনও মুহূর্তে বড় ধরণের বিপর্যয় ডেকে আনতে পারে মত প্রকাশ করেন টালা ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়োজিত মুম্বইয়ের এই বিশেষজ্ঞ সংস্থাটি।

এই প্রসঙ্গে বলতে গিয়ে দেশের সড়ক পরিবহন ইঞ্জিনিয়ারদের শীর্ষ সংস্থার একটি নির্দেশ নামার কথা উল্লেখ করেন পিডব্লুডির এক উচ্চ পদস্থ আধিকারিক। সংবাদ মাধ্যমে তিনি জানান, ' নতুন সেতুটির নির্মাণ ইন্ডিয়ান রোড কংগ্রেস নির্ধারিত নতুন নিয়ম অনুসারেই হবে।’ সেই মোতাবেক একই সময়ে প্রায় ৩৮৬টন ওজন পরিবহনে সক্ষম সেতু নির্মাণের দিকে তারা মনোনিবেশ করছেন বলেও জানান তিনি। ওই এলাকার মাটি পরীক্ষার রিপোর্ট মেলার পরই কোন কোন জায়গায় সেতুটির মূল ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে সেই বিষয়টিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পিডব্লুডির ওই আধিকারিক।

নবান্ন সূত্রে খবর, টালা ব্রিজটি সংস্কারের জন্য খরচ হতে পারে প্রায় ৩৫০ কোটি টাকা। আসন্ন বিধানসভা ভোটের আগে এই বিপুল পরিমাণ অর্থের জোগান কি ভাবে করা হবে তা নিয়ে ইতিমধ্যেই কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হয়েছে রাজ্য প্রশাসনের। এদিকে সেতুটির নির্মাণ রেল লাইনের উপর দিয়ে হওয়ায় সেতু সংস্কারের কাজ রেল-রাজ্য সরকার 'যৌথ উদ্যোগে’ হবে নাকি পুরো অর্থের সংস্থান রাজ্য সরকারকে করতে হবে সেই বিষয়েও এখন ধোঁয়াশা কাটেনি বলে জানান নবান্নের ওই সরকারি আধিকারিক।

টালা ব্রিজের কাজের জের, প্রায় ১৩টি বাসের রুটের পরিবর্তন, জেনে নিন একনজরেটালা ব্রিজের কাজের জের, প্রায় ১৩টি বাসের রুটের পরিবর্তন, জেনে নিন একনজরে

English summary
The transport capacity of the Tala Bridge is going to increase
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X