For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাইটসের পর এবার মুম্বইয়ের বিশেষজ্ঞ সংস্থা! টালা ব্রিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজ্যকে পরামর্শ

দশমী শেষ হতেই চম দুঃসংবাদ উত্তর কলকাতার বাসিন্দাদের জন্য। রাইটসের পর এবার মুম্বইয়ের ব্রিজ বিশেষজ্ঞ সংস্থা টালা ব্রিজ ভেঙে ফেলার পরামর্শ দিল। সংস্থাটি বুধবার এই রিপোর্ট জনা দিয়েছে নবান্নে।

  • |
Google Oneindia Bengali News

দশমী শেষ হতেই চম দুঃসংবাদ উত্তর কলকাতার বাসিন্দাদের জন্য। রাইটসের পর এবার মুম্বইয়ের ব্রিজ বিশেষজ্ঞ সংস্থা টালা ব্রিজ ভেঙে ফেলার পরামর্শ দিল। সংস্থাটি বুধবার এই রিপোর্ট জনা দিয়েছে নবান্নে। শনিবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

টালা ব্রিজ ভাঙতে পরামর্শ

টালা ব্রিজ ভাঙতে পরামর্শ

টালা ব্রিজের স্বাস্থ্য বেহাল। তাই তাকে ভেঙে ফেলাই ভাল। মহালয়ার আগে মত দিয়েছিল বিশেষজ্ঞ সংস্থা রাইটস। রাজ্য সরকার অপর একটি সংস্থাকে দিয়ে ব্রিজটির স্বাস্থ্য পরীক্ষা করায়। তাঁরাও ব্রিজটি ভেঙে ফেলার পরামর্শ দিয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

বিকে রায়না অ্যাসোসিয়েটসের ব্রিজ পরীক্ষা

বিকে রায়না অ্যাসোসিয়েটসের ব্রিজ পরীক্ষা

পঞ্চমী থেকে দশমী পর্যন্ত পরীক্ষা চালায় বিকে রায়না অ্যাসোসিয়েটস-এক প্রযুক্তিবিদরা। তাঁরা দেখেছেন, ব্রিজের সাতটি স্প্যান খারাপ হয়ে গিয়েছে। এক-একটি স্প্যান আলাদা করে মেরমত করা সম্ভব নয়। এছাড়াও ১৯৬২ সালে তৈরি ব্রিজের ভার বহন ক্ষমতা কমেছে অনেকটাই। এছাড়াও নিচ দিয়ে ট্রেন চলার কারণেও কম্পন হয় ব্রিজে।

আপাতত চলছে ছোট গাড়ি

আপাতত চলছে ছোট গাড়ি

পরীক্ষার পর সংস্থাটি জানিয়েছে, আপাতত ছোট গাড়ি চললেও, ব্রিজটি ভাঙতে হবে তাড়াতাড়ি। শনিবার মুখ্যমন্ত্রী ব্রিজ নিয়ে বৈঠক করবেন। সেখানেই উৎসবের মরশুম শেষ হওয়ার পরই ব্রিজটি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ভার বহন ক্ষমতা কমে যাওয়ায় আপাতত বিটি রোডের ওপর হাইটবার বসানো হয়েছে। তিন টন ওজনের কম গাড়ি ব্রিজের ওপর দিয়ে চলাচল করছে।

২ মাস সময় চায় রাজ্য সরকার

২ মাস সময় চায় রাজ্য সরকার

সূত্রের খবর অনুযায়ী, ব্রিজ ভাঙার আগে ২ মাস সময় চায় রাজ্য সরকার। তার মধ্যে বিকল্প রাস্তা বের করা হবে বলে নবান্ন সূত্রে খবর।

English summary
Expert organisation RITES has given their suggession to demolish North Kolkata's Tala Bridge. Last Month RITES has given their report on Tala Vridge.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X