For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গাড়ি চালাতে চালাতে হার্ট অ্যাটাক! মহানগরের রাজপথে বেনজির দুর্ঘটনা

চলন্ত গাড়িতে হার্টঅ্যাটাক। চালক নিয়ন্ত্রণ হারানোর পর রাস্তায় থাকা একটি সাইকেল ও একটি বাইকে ধাক্কা মারেন। পরে গাছে গিয়ে ধাক্কা।

  • |
Google Oneindia Bengali News

চলন্ত গাড়িতে হার্টঅ্যাটাক। চালক নিয়ন্ত্রণ হারানোর পর রাস্তায় থাকা একটি সাইকেল ও একটি বাইকে ধাক্কা মারেন। পরে গাছে গিয়ে ধাক্কা। ঘটনায় গুরুতর জখম হয়েছেন চালক পাশে বসে থাকা আরোহী এবং বাইক চালক। টালিগঞ্জের কাছে রিজেন্ট পার্ক থানার অধীন এনএসসি বসু রোডের ঘটনা। আহত সবাইকে প্রথমে নিয়ে যাওয়া হয় এমআর বাঙুর হাসপাতালে।

গাড়ি চালাতে চালাতে হার্ট অ্যাটাক! মহানগরের রাজপথে বেনজির দুর্ঘটনা

বুধবার সকাল সাড়ে নটা থেকে পৌনে দশটা। টালিগঞ্জের এনএসসি বসু রোডে নিজের গাড়ি চালাচ্ছিলেন এই ব্যক্তি। পাশে এক আরোহীও ছিলেন। হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারান ওই গাড়ি চালক। প্রথমে একটি সাইকেল, পরে বাইকে ধাক্কা। চল্লিশ থেকে পঞ্চাশ গজ এই ভাবে চলার পর সবশেষে গাছে ধাক্কা মেরে গাড়িটি দাঁড়িয়ে যায়।

পরিস্থিতি দেখে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। পরে যায় পুলিশ। চালককে দেখে অস্বাভাবিক মনে হয়। চালক-সহ দুর্ঘটনায় আহত সবাইকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জানা যায়, গাড়ি চালাতে চালাতেই হার্ট অ্যাটাক করে গাড়ির চালকের। সম্ভবত এর পরেই গাড়ির নিয়ন্ত্রণ হারান ওই চালক।

এই দুর্ঘটনায় সব মিলিয়ে চারজন আহত হন। চালক ছাড়াও চালকের পাশে যিনি বসে ছিলেন তিনি আহত হন। আহত হন এক সাইকেল ও এক বাইক আরোহী। বাইক চালকের দু-পা ও কোমরে আঘাত লাগে। সবাইকে পুলিশের তরফে নিয়ে যাওয়া হয় এমআর বাঙুর হাসপাতালে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।

English summary
After met with heart attack driver lost control over car under Regent Park Police Station
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X