For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বামেদের পথে শামিল বিজেপিও, সবমিলিয়ে ২৪ ঘণ্টা ধর্মঘটের আশঙ্কা বৃহস্পতিবার

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৭ এপ্রিল : পুরভোটে সন্ত্রাস এক ছাতার তলায় এনে দিল বাম-বিজেপিকে।

বামেদের পথই একইরকমভাবে অনুসরণ করলেন রাহুল সিনহা। শনিবার রাজ্য জুড়ে ভোট বিভীষিকার পর কমিশনের দপ্তরের সামনে বৃষ্টিতে ভিজে প্রতিবাদ জানিয়ে বাম নেতারা আগামী ৩০ তারিখ ধর্মঘটের ডাক দিয়েছিলেন। এদিন পুরভোটে 'সন্ত্রাস'-এর প্রতিবাদে বিজেপিও বনধের ডাক দিল।

বামেদের পথে শামিল বিজেপিও, সবমিলিয়ে ২৪ ঘণ্টা ধর্মঘটের আশঙ্কা বৃহস্পতিবার


আগামী ৩০ এপ্রিল বৃহস্পতিবার, সিপিএমের পাশাপাশি বিজেপিও পৃথকভাবে ১২ ঘণ্টার বাংলা বনধ ডাকল।

এদিন রাজ্য নির্বাচন কমিশনার সুশান্তরঞ্জন উপাধ্যায়ের পদত্যাগের দাবিতে রাস্তা রোকো করে বিজেপি। রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে রাস্তায় বসে পড়ে প্রতিবাদ দেখান রাহুল সিনহা, রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির প্রথমসারির নেতৃত্ব। এরপরই ধর্মঘটের কথা সরকারিভাবে জানানো হয়।

বিজেপির এই ধর্মঘটকে সমর্থন করেছে বামেরাও। দলের তরফে সূর্যকান্ত মিশ্র বলেন, "গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে সব দলকেই এগিয়ে আসতে হবে। বিজেপির এই ধর্মঘটকে আমরা সবাই সমর্থন জানাচ্ছি।"

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের নতুন 'রোড ট্রান্সপোর্ট অ্যান্ড সেফটি বিল' বাতিলের দাবিতে এই বৃহস্পতিবারই দেশ জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘট ডেকেছে সিটু, আইএনটিইউসি সহ বেশ কয়েকটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন। সেই ধর্মঘটকে গতকালই বামফ্রন্টের তরফে সমর্থন জানানো হয়েছে। ফলে বাম-বিজেপির সাধারণ ধর্মঘট ১২ ঘণ্টা হলেও তার প্রভাব চলবে তার পরের আরও ১২ ঘণ্টা।

English summary
After Left Front, BJP calls for 12-hour general strike in Bengal Thursday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X