For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আম্ফান বিধ্বস্ত বাংলা, ব্যর্থ রাজ্য সরকার, সেনা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন অধীর চৌধুরী

আম্ফান বিধ্বস্ত বাংলা, ব্যর্থ রাজ্য সরকার, সেনা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন অধীর চৌধুরী

Google Oneindia Bengali News

আম্ফান পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ রাজ্য সরকার। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সেনা চাইলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। এর আগে রাজ্যের বিমান ওঠানামা পিছিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তিনি।

প্রধানমন্ত্রীকে চিঠি অধীরের

প্রধানমন্ত্রীকে চিঠি অধীরের

আম্ফান বিধ্বস্ত পশ্চিনবঙ্গ। এখনও শহর কলকাতার পরিস্থিতি স্বাভাবিক করে উঠতে পারেনি পুরসভা। বিদ্যুতের দাবিতে পথে নামছেন বাসিন্দারা। রাজ্য সরকারের ব্যর্থতার কথা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সেনা চাইলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। এর আগে রাজ্যে বিমান ওঠানামা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ। ইদের দিন যাতে মানুষ আপনজনের কাছে পৌঁছতে না পারেন সেকারণেই বিমান ওঠানামা পিছিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য অধীর চৌধুরী নিজেও ফিরতে পারেননি দিল্লি থেকে।

 শাসক দলেই ক্ষুব্ধ বিধায়করা

শাসক দলেই ক্ষুব্ধ বিধায়করা

করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে শাসক দলের অন্দরেই বিক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। প্রশাসক ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে। বিধায়ক সাধন পাণ্ডে অভিযোগ করেছেনষ আরও প্রস্তুতি নেওয়ার প্রয়োজন ছিল পুরসভার। কারোর সঙ্গে আলোচনা করেননি প্রশাসক। তার মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে।

 স্বাভাবিক হয়নি কলকাতা

স্বাভাবিক হয়নি কলকাতা

আম্ফানের পর কেটে গিয়েছে ৬দিন এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি শহর কলকাতায় বিদ্যুতের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা। নেতাজিনগর, বাঘাযতীন, বিজয়গড় সহ একাধিক জায়গায় আজও বিদ্যুৎ ফেরেনি। প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান সেখানকার বাসিন্দারা।

 ফিরহাদের পাল্টা আক্রমণ

ফিরহাদের পাল্টা আক্রমণ

পুরসভা ঠিকই কাজ করছে সিইএসই-ই পরিষেবা দিতে পারছে না বলে অভিযোগ করেছেন পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি অভিযোগ করেছেন রাস্তায় নেমে কাজ করছি আমরা। বাড়ি বাড়ি গিয়ে পরামর্শ নেওয়ার সময় নেই। সাধন পাণ্ডের কোনও পরামর্শ থাকলে তিনি নিজে কেন পুরসভায় এসে কথা বললেন না।

English summary
Adhir Chowdhuri send letter to PM Modi for amphan hit Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X