For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে প্রচার শুরুর আগে মমতার বড় দায়িত্ব এই অভিনেত্রীকে! ভবিষ্যৎ জল্পনা তুঙ্গে

লোকসভা নির্বাচনের আগে বড় দায়িত্ব দেওয়া হল অভিনেত্রী ইন্দ্রাণী হালদারকে। বলা ভাল রাজ্যে তৃণমূল সুপ্রিমোর প্রচার শুরু আগের দিন গুরু দায়িত্ব।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের আগে বড় দায়িত্ব দেওয়া হল অভিনেত্রী ইন্দ্রাণী হালদারকে। বলা ভাল রাজ্যে তৃণমূল সুপ্রিমোর প্রচার শুরু আগের দিন গুরু দায়িত্ব। তৃণমূলের সাংস্কৃতিক সেলের আহ্বায়ক করা হয়েছে ইন্দ্রাণী হালদারকে। সূত্রের খবর অনুযায়ী ইন্দ্রনীল সেনের পাশাপাশি আহ্বায়ক করা হল ইন্দ্রাণী হালদার কেও।

রাজ্যে প্রচার শুরুর আগে মমতার বড় দায়িত্ব এই অভিনেত্রীকে! ভবিষ্যৎ জল্পনা তুঙ্গে

লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার আগে আসানসোলে সম্ভাব্য প্রার্থী হিসেবে ইন্দ্রাণী হালদারের নাম শোনা গিয়েছিল। যদিও পরে কোনও আসনেই তাঁকে প্রার্থী করা হয়নি তৃণমূলের তরফ থেকে।

তৃণমূলের সাংস্কৃতিক শাখার চেয়ারম্যান ইন্দ্রনীল সেন। তিনি রাজ্যে তথ্য ও সংস্কৃতিমন্ত্রীও বটে। একইসঙ্গে তিনি দলের সাংস্কৃতিক ফ্রন্টের আহ্বায়কও ছিলেন। এবার একইসঙ্গে সেই দায়িত্ব দেওয়া হল ইন্দ্রাণী হালদারকেও।

[আরও পড়ুন: মোদীকে ' আউট গোইং স্যারজি' সম্বোধনে তোপ শত্রুঘ্নর , প্রসঙ্গ উঠল ইভিএম কারচুপির][আরও পড়ুন: মোদীকে ' আউট গোইং স্যারজি' সম্বোধনে তোপ শত্রুঘ্নর , প্রসঙ্গ উঠল ইভিএম কারচুপির]

রাজ্যের সাংস্কৃতিক কর্মী তথা অভিনেতা-অভিনেত্রীদের বেশিরভাগের সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ভাল সম্পর্ক। ভাল সম্পর্ক ইন্দ্রাণী হালদারের সঙ্গেও। তবে ২০১৭-র ২১ জুলাই তিনি সরকারিভাবে তৃণমূলের যোগ দিয়েছিলেন। ফেব্রুয়ারিতে তৎকালীন পুলিশ কমিশনারের বাংলোয় সিবিআই হানা দেওয়ায় ধর্নায় বলেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধর্না মঞ্চে দেখা গিয়েছিল ইন্দ্রাণী হালদারকে।

[আরও পড়ুন: রাজ্যে ২ সভা মোদীর! প্রচারে ঝড় তুলতে সম্ভাব্য 'অস্ত্র'][আরও পড়ুন: রাজ্যে ২ সভা মোদীর! প্রচারে ঝড় তুলতে সম্ভাব্য 'অস্ত্র']

এবার সাংস্কৃতিক শাখার আহ্বায়ক করে মমতা বন্দ্যোপাধ্যায় ২১-এর নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন কিনা, সেই প্রশ্নও তুলছেন অনেকে।

[আরও পড়ুন: নমো টিভি নিয়ে গেরো! কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের জবাব চাইল নির্বাচন কমিশন][আরও পড়ুন: নমো টিভি নিয়ে গেরো! কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের জবাব চাইল নির্বাচন কমিশন]

English summary
Actress Indrani halder was given convenor of cultural cell of Trinamool Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X