For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজের সন্তান নষ্ট হয়ে যাওয়ার পরই শিশু চুরির ছক কষেছিল চিন্ময়ী বেজ

নিজের সন্তান নষ্ট হয়ে যাওয়ার পরই শিশু চুরির ছক কষেছিল অভিযুক্ত চিন্ময়ী বেজ। তার এই পরিকল্পনায় প্রতিবেশী সরস্বতী নষ্করের সন্তানই ছিল তার সফট টার্গেট।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৫ মার্চ : নিজের সন্তান নষ্ট হয়ে যাওয়ার পরই শিশু চুরির ছক কষেছিল অভিযুক্ত চিন্ময়ী বেজ। তার এই পরিকল্পনায় প্রতিবেশী সরস্বতী নষ্করের সন্তানই ছিল তার সফট টার্গেট। মেডিকেলে শিশুচুরি কাণ্ডে ধৃত চিন্ময়ীকে রাতভর জেরা করে পুলিশের কাছে উঠে আসে এই তথ্য। পুলিশের বক্তব্য, এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতেই নিজের গর্ভপাতের খবর কাউকে জানায়নি ওই মহিলা।[টিকা দেওয়ার নাম করে শিশু চুরি! খাস কলকাতায় সরকারি হাসপাতালে সক্রিয় পাচার চক্র]

মঙ্গলবার মেডিকেল থেকে চুরি করা শিশুকেই নিজের ছেলে বলে পরিচয় দিয়েছিল চিন্ময়ী। কিন্তু চিন্ময়ী বুঝতে পারেননি, সিসিটিভি-র ফুটেজে তাঁর শিশু চুরির ছবি ধরা পড়ে যাবে। চিন্ময়ী বেজও ছিলেন অন্তঃসত্ত্বা সেই কারণে তিনি মেডিকেল কলেজে চেক আপ করাতে যেতেন নিত্য। তাঁর এক আত্মীয় আয়া হওয়ায় চিন্ময়ীর অবাধ যাতায়াত ছিল মেডিকেল কলেজ হাসপাতালের সর্বত্র।[বাগমারি থেকে উদ্ধার মেডিকেল থেকে চুরি যাওয়া শিশু, গ্রেফতার সন্দেহভাজন]

নিজের সন্তান নষ্ট হয়ে যাওয়ার পরই শিশু চুরির ছক কষেছিল চিন্ময়ী বেজ

পুলিশ জানতে পেরেছে, অন্তঃসত্ত্বা হওয়ার পর চিন্ময়ী বেজের ইচ্ছা ছিল, তাঁরও এক পুত্র সন্তান হবে। ফেব্রুয়ারিতেই তাঁর সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল। কিন্তু ডিসেম্বরেই তাঁর সন্তান নষ্ট হয়ে যায়। তারপরই গর্ভপাত করাতে হয় তাঁকে। সেই থেকেই প্রায় ঘরবন্দি থাকতেন। তাঁর গর্ভস্থ সন্তান যে মারা গিয়েছে, তা জানত দেননি কাউকে।[শিশু কার জানতে ডিএনএ টেস্ট! চাঞ্চল্যকর তথ্য উঠে এল পুলিশি জেরায়]

সেইসঙ্গে তাঁর কাছে খবর ছিল প্রতিবেশী সরস্বতী নস্করও সন্তানসম্ভবা। তখনই চিন্ময়ী পরিকল্পনা করে সরস্বতীর সন্তানকে গায়েব করে দেওয়ার। তাঁর মেডিকেলের অবাধ যাতায়াত ও মাসি শাশুড়ির আয়ার কাজকে কাজে লাগিয়ে শিশুটিকে নিয়ে পালিয়ে যায় চিন্ময়ী। কিন্তু শেষ রক্ষা হয়নি। সিসিটিভি-র ফুটেজের ছবি প্রকাশ্যে আসতেই ধরা পড়ে যান চিন্ময়ী।

শিশুটিকে নিজের সন্তান বলে চালাতে এক চিকিৎসককেও বাড়িতে ডেকে নিয়ে যায় চিন্ময়ীর স্বামী। তিনিও গিয়ে অস্বাভাবিকতা লক্ষ্য করেন। চিকিৎসককে বলা হয় একদিন আগে বাড়িতেই সন্তানের জন্ম দিয়েছেন চিন্ময়ী। কিন্তু চিকিৎসক বুঝতে পারেন শিশুটি একদিনের নন। পাঁচ ছ'দিন আগেই তাঁর জন্ম হয়েছে। এরই মধ্যে এলাকার মানুষ বুঝতে পেরে চড়াও হন চিন্ময়ীর বাড়িতে। পুলিশ এসে উদ্ধার করে শিশুটিকে। আটক করা হয় চিন্ময়ীকে।

English summary
Accused Chinmayee Bej planned to steal child from medical college hospital after death of own issue.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X