For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইঞ্জিনিয়ারিংয়ে এসএফআইকে টেক্কা এবিভিপির, প্রথমবার প্রার্থী দিয়েই উঠে এল দ্বিতীয় স্থানে

ইঞ্জিনিয়ারিংয়ে এসএফআইকে টেক্কা এবিভিপির, প্রথমবার প্রার্থী দিয়েই উঠে এল দ্বিতীয় স্থানে

  • |
Google Oneindia Bengali News

সাম্প্রতিক সময়ে ও অতীতে যা হয়নি এবার তাই হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে। এবারের ছাত্র সংসদ ভোটে প্রথমবার কলা বিভাগ ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সিপি, জিএস, এজিএস ডে, এজিএস ইভিনিং প্রায় সব পদেই প্রার্থী দিয়েছিল গেরুয়া শিবিরের ছাত্র শাখা এবিভিপি।

খাতা খুলতেই বড় সাফল্য এবিভিপির

খাতা খুলতেই বড় সাফল্য এবিভিপির

গত ১৯শে ফেব্রুয়ারি ছাত্র সংসদ নির্বাচন একপ্রকার শান্তি পূর্ণ ভাবেই শেষ হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এবার বৃহষ্পতিবার সকালে খাতা খুলতেই বড় সাফল্য এবিভিপির। বাম ছাত্র সংগঠ এসএফআইকে টপকে ইঞ্জিনিয়ারিংয়ে দখল করল দ্বিতীয় স্থান।

তৃতীয় স্থানে চলে গেল এসএফআই

তৃতীয় স্থানে চলে গেল এসএফআই

গণনার শেষে ইঞ্জিনিয়ারিং বিভাগের ফলাফলে দেখা যাচ্ছে মোট ভোট পড়েছে ৮৫৫টি তারমধ্যে ডিএসএফ পেয়েছে ৭২৩টি ভোট। এবিভিপি-র খাতায় ৫৮টি ভোট। এসএফআই পেয়েছে ৪১টি। ভোটের হিসাবে চতুর্থ স্থানে রয়েছে টিএমসিপি। তৃণমূলরে দখলে রয়েছে ২১টি ভোট। ২১জন নোটায় ভোট দিতে পছন্দ করেছেনন। নোটা পড়েছে ১২টি।

বিজ্ঞান বিভাগের ছাত্র সংসদ পুনরায় দখল করল ডব্লিউটিআই

বিজ্ঞান বিভাগের ছাত্র সংসদ পুনরায় দখল করল ডব্লিউটিআই

অন্যদিকে, বিজ্ঞান বিভাগের ছাত্র সংসদ পুনরায় দখল করল স্বাধীনপন্থী ছাত্র সংগঠন উই দ্যা ইন্ডিপেনডেন্ট বা ডব্লিউটিআই। বিজ্ঞান বিভাগে বা ডব্লিউটিআইয়ের প্রতিদ্বন্দ্বী হিসাবে উঠে আসে এসএফআই। যদিও এই ভোট তারা বিশেষ আশানরূপ ফল করতে পারেনি।

English summary
ABVP came in second place in engineering at the beginning of the Jadavpur polling
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X