For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দুর টার্গেটে গনি পরিবার! প্রশ্ন শুনেই মেজাজ হারালেন কংগ্রেস সাংসদ, জল্পনা তুঙ্গে

পঞ্চায়েত ভোটে বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী তির ছুড়েছিলেন গনি-পরিবারের দিকে? এই প্রশ্ন শুনেই মেজাজ হারালেন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী।

Google Oneindia Bengali News

পঞ্চায়েত ভোটে বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা মঞ্চ থেকে মুর্শিদাবাদের কায়দায় মালদহ দখলের ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। জানিয়েছিলেন, শুধু ত্রিস্তর পঞ্চায়েতের নেতারাই নন, জেলার প্রথম সারির সমস্ত নেতাই তৃণমূলে যোগ দেবেন। তাহলে কি শুভেন্দুর তির ছিল গনি-পরিবারের দিকে? এই প্রশ্ন শুনেই মেজাজ হারালেন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী।

শুভেন্দুর টার্গেটে গনি পরিবার! প্রশ্ন শুনেই মেজাজ হারালেন কংগ্রেস সাংসদ, জল্পনা তুঙ্গে

তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাগান্বিত ভঙ্গিতেই বলেন, গনিখানের এই পরিবারের বিরুদ্ধে এ প্রশ্ন ওঠাই উচিত নয়। অন্যায় প্রশ্ন করা হচ্ছে। এই বলেই তিনি উষ্মা প্রকাশ করেন। তাঁর এই উষ্মাতেই নয়া জল্পনা শুরু হয়েছে কংগ্রেসে ভাঙন নিয়ে। শুভেন্দুর প্রচ্ছন্ন নিশানা ছিল গনি পরিবারের দুই সাংসদ। তাহলে কি গনি পরিবারে ভাঙন ধরতে চলেছে ফের?

এর আগে গনি পারিবারে ভাঙন ধরিয়ে আবু নাসের খান চৌধুরী তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন ২০১৫ সালে। তা সত্ত্বেও গনি পরিবার ছিল কংগ্রেসের সঙ্গেই। এবার পঞ্চায়েতে কংগ্রেসের শোচনীয় ফলে গনি-মিথ প্রশ্নের মুখে পড়ে গিয়েছে ফের। এই অবস্থায় তৃণমূলের মালদহ জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী টার্গেট করেছেন কংগ্রেসের দুই সাংসদ আবু হাসেম খান চৌধুরী ও মৌসম বেনজির নুরের দিকে।

শুভেন্দুর টার্গেটে গনি পরিবার! প্রশ্ন শুনেই মেজাজ হারালেন কংগ্রেস সাংসদ, জল্পনা তুঙ্গে

এদিন সাংবাদিকরা কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরীকে প্রশ্ন করেন গনি পরিবারে ভাঙন সম্ভাবনা নিয়ে। তাতেই রেগে আগুন ডালুবাবু। তিনি বলেন, কে কী বলে দিল, তাতে কিছু যায় আসে না। গনি পরিবারে ওই মন্তব্যের আঁচ লাগবে না। এমনকী মালদহে কংগ্রেস অক্ষত থাকবে বলে দাবি করেও তিনি মেজাজ হারান। তাতেই জল্পনা তৈরি হল। জল্পনা তৈরি হয় মৌসম বেনজির নুরকে নিয়েও।

[আরও পড়ুন:গ্রন্থন হবে শিলিগুড়ির প্রচারের মুখ! মেয়র-মন্ত্রীর কাজিয়া ঘিরে বাধল গোল, শুরু বাকযুদ্ধ][আরও পড়ুন:গ্রন্থন হবে শিলিগুড়ির প্রচারের মুখ! মেয়র-মন্ত্রীর কাজিয়া ঘিরে বাধল গোল, শুরু বাকযুদ্ধ]

উল্লেখ্য, শুভেন্দু বলেছিলেন, তৃণমূলের উন্নয়নে ধারায় সামিল হতে সবাই তাঁদের ছত্রছায়ায় আসতে চাইছেন। মমতাদির সঙ্গে আসতে চাইছেন এমন অনেক বিরোধী দলের নেতারা আমরা সঙ্গে যোগাযোগ করছেন। যে ভাবে মুর্শিদাবাদে ধীরে ধীরে বিরোধীরা সাইনবোর্ড হয়ে গিয়েছে, মালদহের অবস্থাও তাই হবে।

[আরও পড়ুন: পুলিশকে গ্রামে বেঁধে রাখুন! দিলীপের নিদানে ফের বিতর্কের ঝড় রাজনৈতিক মহলে][আরও পড়ুন: পুলিশকে গ্রামে বেঁধে রাখুন! দিলীপের নিদানে ফের বিতর্কের ঝড় রাজনৈতিক মহলে]

মালদহও মুর্শিদাবাদের মতো কংগ্রেসের গড় বলে খ্যাত ছিল। ২০১৪ সালেও লোকসভা নির্বাচনে দুটি আসনেই জয়লাভ করেছিল কংগ্রেস। ২০১৬ সালেও বামেদের সঙ্গে জোট করে এই জেলায় তৃণমূলকে সাফল্য পেতে দেয়নি তাঁরা। তবে পঞ্চায়েতে কংগ্রেসকে একেবারে তিনে পাঠিয়ে তৃণমূলেরই জয়জয়কার হয়।

English summary
Congress MP Abu Hasem Khan Chowdhury loses temperament to hear Subhendu adhikari’s demand. Congress MP says, this is unnecessary question,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X