For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রিগেডে দলীয় বিধায়ক! অস্বস্তিতে রাহুলের দল তাকিয়ে স্পিকারের দিকে

ব্রিগেডের সমাবেশে হাজির থাকতে চলেছেন রাজ্যের ১৭ জন কংগ্রেস বিধায়ক।

  • |
Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জাানিয়েছেন, ব্রিগেডে কংগ্রেসের তরফে থাকছেন লোকসভায় বিরোধী নেতা মল্লিকার্জুন খার্গে। কিন্তু তিনি যেটা জানাননি, সেটা হল ব্রিগেডের সমাবেশে হাজির থাকতে চলেছেন রাজ্যের ১৭ জন কংগ্রেস বিধায়ক। তবে খাতায় কলমে কংগ্রেসের থাকলেও, তাঁরা এই মুহুর্তে তৃণমূলের ঘরে। ফলে, কংগ্রেস বিধায়কদের তৃণমূলের মঞ্চে সম্ভাব্য হাজিরায় বিপাকে রাহুল গান্ধীর দল।

ব্রিগেডে দলীয় বিধায়ক! অস্বস্তিতে রাহুলের দল তাকিয়ে স্পিকারের দিকে

তৃণমূল, কংগ্রেস বিধায়কদের নিজেদের দলে স্বীকৃতি দিয়েছে আগেই। ব্রিগেডের সমাবেশ উপলক্ষে ফের আরও একবার তাদের স্বীকৃতি দেওয়া হয়েছে পরিচয় পত্র দিয়ে। মূল মঞ্চ বাদ দিয়ে ব্রিগেডের আর চার মঞ্চে যাঁরা থাকবেন তাঁদের জন্য আলাদ পরিচয়পত্রও বিলি হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। তার মধ্যে এইসব কংগ্রেস বিধায়কও রয়েছেন।

রাহুল গান্ধী আগেই রাজ্য কংগ্রেসকে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নামার পরামর্শ দিয়েছেন। আর রাজ্য কংগ্রেসও তৃণমূলের সঙ্গে জোটের বিরোধী।

ফলে কংগ্রেস বিধায়করা ১৯-এর ব্রিগেডে যোগ দিলে তারা তৃণমূলের হয়েই প্রতিপন্ন হবেন। বলছে রাজ্য কংগ্রেস নেতৃত্ব। কেননা ইতিমধ্যেই বেশিরভাগ দলত্যাগী কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী মামলা রয়েছে স্পিকারের সামনে। সব কিছু দেখে স্পিকার তার ক্ষমতা প্রয়োগ করেন কিনা, তারই অপেক্ষায় কংগ্রেস।

English summary
About 17 Congress lagislators will present at TMC's Brigade on 19th January
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X