For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আসুন মোদী, দেখে যান বাংলায় মমতার উন্নয়ন'! প্রধানমন্ত্রীকে স্বাগত-বার্তা অভিষেকের

কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের একটি অনুষ্ঠানে যোগ দিতে ১৬ জুলাই রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বাংলা সফরকে স্বাগত জানালেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Google Oneindia Bengali News

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের পর এক মাসের মধ্যেই রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবকিছু ঠিক থাকলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের একটি অনুষ্ঠানে যোগ দিতে ১৬ জুলাই রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বাংলা সফরকে স্বাগত জানালেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আসুন মোদী, দেখে যান বাংলায় মমতার উন্নয়ন! মোদীকে স্বাগত-বার্তা অভিষেকের

শনিবার ২১ জুলাইয়ের প্রস্ততি দেখলে মিলনমেলায় আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীকে বাংলায় স্বাগত জানিয়ে বলেন, আসুন প্রধানমন্ত্রী দেখে যান উন্নয়ন কাকে বলে। আপনারা তো অনেক রাজ্যে ক্ষমতায় আছেন। এখানে এসে দেখুন বিজেপির রাজ্যগুলিতে কী অবস্থা, আর আমাদের বাংলায় কী রকম উন্নয়ন হয়েছে।

এরপরই অভিষেকের আক্রমণ, মধ্যপ্রদেশে কৃষকদের নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। আর তিনি মেদিবীপুরে আসছেন কৃষক-প্রেম দেখাতে। কিন্তু জেনে রাখুন মোদী, আপনাদের কাছে আমরা কৃষি-প্রেম শিখব না। আপনারা মধ্যপ্রদেশে যেভাবে কৃষক নিধন যজ্ঞ চালাচ্ছেন, তা নন্দীগ্রাম-সিঙ্গুর-নেতাইয়ের থেকে কোনও অংশ কম নয়। সুতরাং আপনাদের কাছে আমরা শিখব না। আপনি আসুন, বাংলা থেকে শিখে যান কেমনভাবে উন্নয়ন করতে হয়।

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের দিশারি। তিনি জানেন, মানুষের পাশে কীভাবে থাকতে হয়, কীভাবে মানুষের জন্য কাজ করতে হয়। আপনারা সেটা জানেন না। তাই ভোট এলেই আপনারা অভিনয় করেত বেরিয়ে পড়েন। কিন্তু মানুষ জানে তাঁদের সুখ-দুঃখের সঙ্গী কে। তাঁরা জানে কৃষক-শ্রমিকের বন্ধু কে।

উল্লেখ্য, রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিম মেদিনীপুরে একটি সভা করতে আসছেন প্রধানমন্ত্রী। মেদিনীপুর শহরে এই অনুষ্ঠান হবে। মে মাসের শেষ সপ্তাহে বিশ্বভারতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে শান্তিনিকতেন এসেছিলেন প্রধানমন্ত্রী। তার দু-মাসের মধ্যেই তিনি ফের আসছেন বাংলায়। অবশ্যই তাঁর ঘনঘন আসার মূল উদ্দেশ্য ২০১৯-এর লোকসভা নির্বাচন।

গত মাসে দুদিনের বাংলা সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি কলকাতায় একাধিক মিটিংয়ে অংশ নেওয়া ছাড়াও বীরভূম ও পুরুলিয়া সফর করেছিলেন। তারপর একমাস ঘুরতে না ঘুরতেই প্রধানমন্ত্রী রাজ্য সফরে আসছেন। স্বভাবতই প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বঙ্গ বিজেপি ফের চাঙ্গা হয়ে উঠবে, মনে করছে বঙ্গ নেতৃত্ব।

English summary
Abhishek Banerjee welcomes PM Narendra Modi in West Bengal. Modi will come at Midnapur in an agricultural program
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X