For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের এত বড় ছাত্র সমাবেশ দেখে গ্রেফতারির আশঙ্কা, শাহকে নিশানায় কীসের ইঙ্গিত অভিষেকের

একুশের জুলাইয়ের সমাবেশ দেখে চক্ষু চড়কগাছ হয়েছিল বিজেপির। তারপরই সিবিআই-ইডিকে পাঠিয়ে দিয়েছিল তৃণমূল নেতাদের বাড়িতে। এদিন ছাত্র সমাবেশেও বিপুল সমাবেশ দেখে মনে হচ্ছে সিবিআই-ইডিকে দিয়ে আবার কিছু করবে।

Google Oneindia Bengali News

একুশের জুলাইয়ের সমাবেশ দেখে চক্ষু চড়কগাছ হয়েছিল বিজেপির। তারপরই সিবিআই-ইডিকে পাঠিয়ে দিয়েছিল তৃণমূল নেতাদের বাড়িতে। এদিন ছাত্র সমাবেশেও বিপুল সমাবেশ দেখে মনে হচ্ছে সিবিআই-ইডিকে দিয়ে আবার কিছু করবে। আবার হয়তো কাউকে গ্রেফতার করবে! মেয়ো রোডের ছাত্র সমাবেশ থেকে তৃণমূলের কারও গ্রেফতারির আশঙ্কার কথা তুলে ধরলেন অভিষেক।

তৃণমূলের এত বড় ছাত্র সমাবেশ দেখে গ্রেফতারির আশঙ্কা অভিষেকের

২১শে জুলাইয়ের সমাবেশের পরদিনই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডিকে পাঠানো হয়েছিল। দিন-রাত এক করে জেরা করার পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। তারপর গ্রেতার গরু পাচার-কাণ্ডে গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। অভিষেক আশঙ্কা করছেন, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের এই বিরাট সমাবেশ দেখে মনে হচ্ছে আবার কাউকে গ্রেফতার করা হতে পারে।

এদিন মেয়ো রোডে তৃণমূলের বিরাট ছাত্র সমাবেশ হয়। দু-বছর কোভিডের কারণে ছাত্র সমাবেশ হয়নি। সেই কারণে এবার বাড়তি উৎসাহ ছিল। বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিরা এদিন মেয়ো রোডের সমাবেশ ভরিয়ে দিয়েছিলেন। অভিষেক তা দেখে বলেন, যতদূর চোখ যাচ্ছে শুধু কালো কালো মাথা। একুশে জুলাই সর্বকালীন রেকর্ড ভেঙে গিয়েছিল। এদিনও ছাত্র সমাবেশের নতুন রেকর্ড তৈরি হল। তা দেখে অভিষেক বলেন, আমাদের ছাত্র-যুবরাই যথেষ্ট বিজেপিকে হারানোর জন্য।

বিজেপির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, আমাদের ছাত্র-যুবদের সঙ্গে আগে লড়াই করুন। তারপর তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াইয়ের কথা ভাববেন। তৃণমূলের ছাত্র-যুবরাই বিজেপিকে ১০ গোল দেবে। একুশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙে দিয়েও আপনারা জিততে পারেননি। জিততে পারেননি বলেই ওদের গায়ে জ্বালা হচ্ছে। বাংলার মানুষ ওদের হারিয়েছে, তাই বাংলার উপর এত অত্যাচার।

এদিন তৃণমূলের ছাত্র পরিষদের মহাসমাবেশ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করেন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা এবং গরুপাচার মামলা নিয়ে কেন্দ্রকে একহাত নেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক বলেন, বিএসএফের নাকের ডগা দিয়ে কয়লা-গরু চুরি হচ্ছে। আর আঙুল উঠছে তৃণমূলের বিরুদ্ধে। কেন্দ্রের বিএসএফ থাকা সত্ত্বেও কী করে কয়লা-গরু পাচার হচ্ছে? প্রশ্ন তোলেন অভিষেক।

অভিষেক বলেন, বিএসএফ শিশু কন্যার সমানে তার মাকে গণধর্ষণ করেছে। এটা কয়লা বা গরু কেলেঙ্কারি নয়। আসলে বিএসএফ দায়িত্বে দিল্লিতে চলে যাচ্ছে গরু ও কয়লা পাচারের টাকা। কয়লা আর গরু পাচার হচ্ছে বিএসএফ বর্ডারে কর্তব্যরত থাকা সত্ত্বেও আর টাকা পাচার হয়ে যাচ্ছে দিল্লিতে। তা তৃণমূল নেতাদের ঘাড়ে চাপিয়ে কুৎসা করা হচ্ছে। বাংলার মানুষ তা মেনে নেবে না।

English summary
Abhishek Banerjee targets central home minister Amit Shah regarding coal and cattle smuggling.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X