For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিষেকের নিশানায় বিজেপি, সাত আসনের ফলাফল ঘোষণা! মুখ থুবড়ে পড়েছে, কটাক্ষ তৃণমূল নেতার

অভিষেকের নিশানায় বিজেপি, সাত আসনের ফলাফল ঘোষণা! মুখ থুবড়ে পড়েছে, কটাক্ষ তৃণমূল নেতার

  • |
Google Oneindia Bengali News

ভবানীপুরে (bhabanipur) প্রচারে গিয়ে বিজেপিকে (bjp) ভারতীয় যাত্রা পার্টি বলে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (abhishek banerjee)। পাশাপাশি তিনি এদিন প্রধানমন্ত্রী মোদী (narendra modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (amit shah) চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, তাঁকে ৫০০ নোটিশ পাঠিয়েও ইডি কিছুই করতে পারবে না।

ভারতীয় যাত্রা পার্টি

ভারতীয় যাত্রা পার্টি

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব তাঁকে সরিয়ে দিয়ে তাঁকে শেষ করে দিয়েছে। আর নতুন যাঁকে রাজ্য সভাপতি করা হয়েছে, তিনি শুরু থেকেই নাটক শুরু করেছেন। প্রসঙ্গত সুকান্ত মজুমদারকে বিজেপির রাজ্য সভাপতি করা হয়েছে। তিনি সভাপতি হওয়ার পরেই মগরাহাট পশ্চিমের পরাজিত প্রার্থী মানস সাহার দেহ নিয়ে যাওয়ার সময় কালীঘাটে গাড়ির সামনে বসে পড়েছিলেন। সেই সময় পুলিশ টেনে সরিয়ে দেয় সুকান্ত মজুমদারকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপির নতুন রাজ্য সভাপতি নাটক করেছেন, বলার পরেই বিজেপিকে ভারতীয় যাত্রা পার্টি বলে কটাক্ষ করেন।

বহিরাগত নেতা নয়, এজেন্সি পাঠাচ্ছে

বহিরাগত নেতা নয়, এজেন্সি পাঠাচ্ছে

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিধানসভা নির্বাচনে বহিরাগত নেতাদের রাজ্যে নিয়ে এসে কিছুই করতে পারেনি বিজেপি। তবে ভোটের ফল প্রকাশের পর থেকে তারা এজেন্সিকে পাঠাতে শুরু করেছে। এই মুহূর্তে তারা বহিরাগত নেতা নয়, এজেন্সি নির্ভর হয়ে পড়েছে বলেও কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ইডি-সিবিআইকে কাঁচকলা করবে

ইডি-সিবিআইকে কাঁচকলা করবে

গত বিধানসভা ভোটের প্রচারে গিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ইডি-সিবিআই তাঁকে কিছুই করতে পারবে না। তবে বিধানসভা ভোটের ফল বেরনোর পর থেকে তাঁকে এখনও পর্যন্ত পাঁচবার নোটিশ পাঠিয়েছে ইডি। একবার তিনি দিল্লিতে ইডির অফিসে গিয়েছিলেন। তাঁকে প্রায় নয় ঘন্টা জিজ্ঞাসাবাদের সামনে পড়তে হয়েছিল। এদিন ভবানীপুরের সভায় অভিষেক বলেন, সেখানে অনেক ক্যামেরা রয়েছে। তিনি সব ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, পাঁচটা কেন ৫০০ নোটিশ পাঠিয়ে দিস্তা দিস্তা পাতা খরচ করলেও, তাঁকে কিছুই করতে পারবে না।

মুখ থুবড়ে পড়েছে বিজেপি

মুখ থুবড়ে পড়েছে বিজেপি

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি মুখ থুবড়ে পড়েছে। ভবানীপুর উপনির্বাচন এবং অপর দুই আসনে যে নির্বাচন হতে চলেছে, তার ফলাফলও এদিন ঘোষণা করে দেন অভিষেক। তিনি বলেন, ৩ অক্টোবর দেখা যাবে এই তিনটি আসনেই তৃণমূল জিতেছে। আর যে চারটি আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে, সেই চারটি আসনেও তৃণমূল জিতবে বলে দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Abhishek Banerjee targets BJP and their new state president as he is doing drama and called the party as Bharatiya Jatra Party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X