For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পার্থকে কি ছাঁটাই! সিদ্ধান্ত নিয়ে বিকেলে বৈঠক ডাকলেন অভিষেক

পার্থকে কি ছাঁটাই! সিদ্ধান্ত নিয়ে বিকেলে বৈঠক ডাকলেন অভিষেক

Google Oneindia Bengali News

পার্থ চট্টোপাধ্যায়কে অপসারণের দাবি উঠছে দলের অন্দরে। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি দলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল ৫টায় টিএমসি ভবনে ডাকা হয়েছে বৈঠক। সেখােন থাকবেন কুণাল ঘোষও। আজ সকালেই পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কারের দাবি জািনয়ে সোশ্যাল মিডিয়ায় টুইট করেছিলেন কুণাল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক ডাকার পরেই সেই টুইট আবার তিনি সরিয়ে নেন।

পার্থকে বহিষ্কারের দাবি

পার্থকে বহিষ্কারের দাবি

দলের অন্দরে ক্রমশ জোরাল হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের দাবি। টিএমসির রাজ্য সম্পাদক কুণাল ঘোষ অভিযোগ করেছেন, এক কাণ্ড হচ্ছে তবু একবারও পার্থবাবু িনজেকে নির্দোষ বলে দাবি করেননি। একাধিকবার সুযোগ পেয়েছেন কথা বলার। তার কারণে দলের অসংখ্য কর্মী চরম অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছেন। যাঁরা দলকে ভালেবেসে সততার সঙ্গে কাজ করেন তাঁদের মুখ লোকাতে হচ্ছে। এটা মেেন েনওয়া যায় না। অবিলম্বে পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করা উচিত। কুণাল ঘোষের দাবিকে সমর্থন জানিয়েছেন টিএমসির দুই মুখপাত্র দেবাংশু এবং বিশ্বজিৎ দেব। তাঁরা দাবি করেছেন দলের ৯৯ শতাংশ কর্মীদের জন্য পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করা উচিত।

বৈঠক ডাকলেন অভিষেক

বৈঠক ডাকলেন অভিষেক

একের পর এক দলের েনতারা যখন পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কারের দাবি উঠেছে ঠিক তখই তড়িঘড়ি বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল ৫টায় টিএমসি ভবনে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক েডকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক ডাকার পরেই কুণাল ঘোষ তাঁর করা পুরনো টুইট সরিয়ে দেন। তিিন জািনয়েছেন সেই বৈঠকে তাঁকেও ডাকা হয়েছে। যদি দলে বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা শুরু করে তাহলে তাঁর আলাদা করে তা িনয়ে টুইট করার কিছু নেই।

মন্ত্রিসভার বৈঠক

মন্ত্রিসভার বৈঠক

আজই আবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মমতা। নবান্নে বসবে বৈঠক। এই প্রথম পার্থকে ছাড়াই বৈঠকের ডাক। সেই বৈঠকে পার্থকে মন্ত্রিত্ব থেকে সরােনা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও গতকালও মুখ্যমন্ত্রীর বার্তায় পার্থ চট্টোপাধ্যায়ের পাশে থাকারই একপ্রকার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেেছন বড় সংগঠন চালতে গেলে ভুল হতেই পাবে বলে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই দলনেত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে নরম মনোভাব রেখে চলছেন।

কলেজ স্কোয়ারে বিক্ষোভ

কলেজ স্কোয়ারে বিক্ষোভ

এদিকে আবার কলেজ স্কোয়ারে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। তাঁরা মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যােয়র অপসারণ দাবি করেছেন। তুমুল বিক্ষোভ শুরু হয়েছে কলেজ স্কোয়ারে। সিপিএম এবং কংগ্রেসও পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে চলেছে। তাঁরাও পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণ দাবি করেছেন। বারুইপুরে পার্থর বাগানবাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছেন সিপিএম কর্মীরা।

রাত অবধি ৪০ কোটি, বেলঘরিয়ার ফ্ল্যাটে আরও কত? পাহাড় প্রমান টাকা নিতে ট্রাকরাত অবধি ৪০ কোটি, বেলঘরিয়ার ফ্ল্যাটে আরও কত? পাহাড় প্রমান টাকা নিতে ট্রাক

English summary
Abhishek Banerjee has called disciplinary committee meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X