For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী সরকারের কফিনে শেষ পেরেক পুতবে বাংলা, বিনাশ-বার্তায় হুঙ্কার অভিষেকের

কেন্দ্রের মোদী সরকারের কফিনে শেষ পেরেক পুতে দেবে বাংলাই। কর্ণাটকের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের মঞ্চ দিয়ে যে পথ চলা শুরু হয়েছিল, তা পূর্ণতা পাবে কলকাতায় ব্রিগেডের মহামঞ্চ থেকে।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রের মোদী সরকারের কফিনে শেষ পেরেক পুতে দেবে বাংলাই। কর্ণাটকের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের মঞ্চ দিয়ে যে পথ চলা শুরু হয়েছিল, তা পূর্ণতা পাবে কলকাতায় ব্রিগেডের মহামঞ্চ থেকে। শুক্রবার সন্ধ্যায় ঐতিহাসিক ব্রিগেডের প্রস্তুতি খতিয়ে দেখে হুঙ্কার ছাড়লেন তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, প্রস্তুতি চূড়ান্ত। এখন শুধু মাহেন্দ্রক্ষণের অপেক্ষা। দেশের রাজনীতি এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। সেই অবস্থায় হতে চলেছে ব্রিগেড সমাবেশ। মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এই ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছিলেন। বলেছিলেন, ১৯ জানুয়ারির ব্রিগেডে দেশের সমস্ত বিরোধী নেতাদের তিনি হাজির করবেন।

‘মোদী সরকারের কফিনে শেষ পেরেক পুতবে বাংলা’

আর বলেছিলেন ব্রিগেডের মঞ্চ থেকে বিজেপি-বিনাশের বার্তা দেবেন সবাই একযোগে। সেইমতো ব্রিগেডের মঞ্চে শনিবার রাজনৈতিক তারকার মেলা বসতে চলেছে। সেখানে কংগ্রেস-সহ সমস্ত বিজেপি-বিরোধী দলের প্রতিনিধি উপস্থিত। অভিষেক বলেন, মোদী সরকারের কফিনে শেষ পেরেক পুতে দিতে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সমস্ত বিরোধী শক্তিকে এক করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেশের সুদিন ফিরবে বলে তাঁর বিশ্বাস। অভিষেক বলেন, নরেন্দ্র মোদী সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে, তা আজ প্রমাণ হয়ে গিয়েছে। আচ্ছে দিন আসেনি, এই সরকার সব কা সাথ সবকা বিকাশের প্রতিশ্রুতি পালন করেনি, দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে, তার জবাব দেবে ২০১৯। এই মঞ্চ থেকেই বিজেপি অপশাসনের অবসান ঘটবে।

তিনি আরও বলেন, নরেন্দ্র মোদী দেশে স্বৈরতন্ত্র চালাচ্ছেন। বিরোধীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যে অভিযাগে ফাঁসাচ্ছেন। এই সরকারের পরিবর্তন চাইছেন মানুষ। সেই পরিবর্তনেরই বীজ বপণ হবে শনিবার ব্রিগেডের মহামঞ্চ থেকে।

English summary
Abhishek Banerjee attacks Narendra Modi government is finished from Brigade. Over 25 central leaders will remain present in Brigade Rally of Mamata Banerjee.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X