For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘কলতলার ঝগড়া’ হচ্ছে বিধানসভায়! মমতার বাজেট-বক্তৃতার কড়া সমালোচনায় মান্নান

মুখ্যমন্ত্রীর বাজেট-জবাবি ভাষণকে কলতলার ঝগড়ার সঙ্গে তুলনা করে কড়া সমালোচনা বিরোধী দলনেতা আবদুল মান্নানের।

  • |
Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী বিধানসভায় কলতলার ঝগড়া করলেন বলে অভিযোগ বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নানের। তিনি বলেন, 'আমরা গ্রামের ছেলে। পুকুরঘাটে বা কলতলায় মহিলাদের ঝগড়া দেখেছি। মুখ্যমন্ত্রীর বাজেট-জবাবি ভাষণকে কলতলার ঝগড়ার সঙ্গেই তুলনা করা যায়।' মুখ্যমন্ত্রীর বাজেট-বক্তৃতার পর ঠিক এই ভাষাতেই সমালোচনা করলেন বিরোধী দলনেতা।

মমতার ভাষণের কড়া সমালোচনা মান্নানের

তিনি মুখ্যমন্ত্রীকে একটু মার্জিত ভাষায় বক্তব্য রাখার পরামর্শ দেন। মান্নান সাহেবের কথায়, 'একজন মুখ্যমন্ত্রী বলে কথা। তাঁর কি ওই ভাষায়, ওইরকম ঢঙে কথা বলা মানায়! তাঁকে আরও সংযত ভাষায় বক্তব্য রাখতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী এমনভাবেই তাঁর ভাষণ ব্যক্ত করেছেন, যে সমালোচনা করা ছাড়া উপায় নেই।'

আবদুল মান্নান আরও বলেন, 'আমার নিজের এইসব কথার সমালোচনা করতেই বাধে। কোনওদিনও এমন অমার্জিত ভাষায় কথা বলিনি। আর ভবিষ্যতেও বলব না। আমার সে শিক্ষা নেই। আমি শুধু মনে করিয়ে দিতে চাই, মুখ্যমন্ত্রী তো বলেন, পশ্চিমবঙ্গ সংস্কৃতিসম্পন্ন একটা রাজ্য। সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য কেন মার্জিত হবে না!'

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বিধানসভায় কংগ্রেসকে আক্রমণ করে বলেন, 'এ রাজ্যের কংগ্রেস নেতারা চুনোপঁটি। দিল্লিতে বা সংসদে আমাদের ছাড়া কংগ্রেসের চলে না। রাজ্যে তাহলে কীসের এত বিরোধিতা। এ রাজ্যে সিপিএম ও কংগ্রেস এক। মেড ফর ইচ আদার। মানুষ এদের প্রত্যাখ্যান করেছে, তবু লজ্জা নেই।

মুখ্যমন্ত্রী বলেন, 'রাজ্যপালের ভাষণেরও সমালোচনা করছেন বিরোধীরা। কেউ কেউ এমন ব্যবহার করছেন, যে মহিলারা রয়েছেন বিধানসভায় তাও তাঁরা মনে রাখছেন না। এমনই শালীনতা ছাড়িয়ে যাচ্ছেন যে মহিলাদের সাবধানে থাকতে হবে এবার। বিধানসভাতেও মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এসব বরদাস্ত করব না।'

আবদুল মান্নান এদিন মুখ্যমন্ত্রীর কথার থেকেও কথা বলার ধরন নিয়ে বেশি সমালোচনা করেন। তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী জবাবি ভাষণের নামে যেন ঝগড়া করতেই বিধানসভায় এসেছিলেন। পশ্চিমবঙ্গের রাজনীতিটা আর রাজনৈতিক কথা বার্তার মধ্যে আবর্তিত হচ্ছে না। বিধানসভাকেও পাড়ার ঝগড়ার জায়গায় নামিয়ে আনা হচ্ছে। এটা আদৌ সমীচিন নয়।'

English summary
Abdul Mannan reacts of CM Mamata Banerjee’s budget speech at Assembly. He says CM’s speech like village-quarrel.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X