For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল রায়কে বরখাস্ত করলেই ‘সাধু’ হবে না তৃণমূল! কী বোঝাতে চাইলেন মান্নান

তৃণমূল কংগ্রেস যে দোষে দুষ্ট, সেই একই দোষে দুষ্ট মুকুল রায়ও। তাই তাঁকে সাধু বলে কেউই সানন্দে গ্রহণ করবে না। তাঁকে দলে নেওয়ার আগে সবাই-ই দুবার ভাববে।’

  • |
Google Oneindia Bengali News

মুকুল রায়কে বরখাস্ত করে কি সব দায় ঝেড়ে ফেলতে পারবে তৃণমূল? প্রশ্ন তুলে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান। তিনি মনে করেন, 'মুকুল রায় থেকে শুরু করে তৃণমূল নেতৃত্ব কেউই ধোয়া তুলসিপাতা নন। সারদা থেকে নারদ কেলেঙ্কারি সব কালি লেগে রয়েছে তৃণমূল নেতাদের গায়ে। তৃণমূল নেতৃত্বই মুকুল রায়কে এগিয়ে দিয়ে স্বৈরতন্ত্রও কায়েম করতে চেয়েছে রাজ্যে।'

মুকুল রায়ের বরখাস্ত প্রসঙ্গে আবদুল মান্নান এদিন বলেন, 'মানুষ সবই দেখতে পাচ্ছেন। রাজ্যে তৃণমূল যেভাবে স্বৈরতন্ত্র কায়েম করে সাম্প্রদায়িক শক্তির সুবিধা করে দিয়েছে, তাতে নিজেদের রাজনীতির ভবিষ্যৎ বুমেরাং হয়ে যাবে। আসলে তৃণমূল থেকে মুকুল রায়ের এই অপসারণ দলের অভ্যন্তরীণ বিরোধের ফল। তৃণমূল কংগ্রেস যে দোষে দুষ্ট, সেই একই দোষে দুষ্ট মুকুল রায়ও। তাই তাঁকে সাধু বলে কেুই সানন্দে গ্রহণ করবে না। তাঁকে দলে নেওয়ার আগে সবাই-ই দুবার ভাববে।'

মুকুলকে বরখাস্ত করলেই ‘সাধু’ হবে না তৃণমূল, কটাক্ষ মান্নানের

তিনি বলেন, 'ওদের অপরাধের বোঝা বয়ে চলেছেন ভুক্তভোগী ক্ষতিগ্রস্থ মানুষরা। তাঁরা অপরাধীদের শাস্তি চান। চান অবিলম্বে টাকা ফেরতের ব্যবস্থা হোক। কিন্তু তা হয়নি। মুকুল রায়ও এই আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মুখোমুখি হয়েছেন। শোনা যায়, জেরার মুখে অনেক তথ্যই তিনি ফাঁস করেছেন কেন্দ্রীয় গোয়েন্দাদের সামনে। সে জন্যই দলে মুকুল রায়কে নিয়ে বিরোধ শুরু দলে। শেষমেশ দল থেকে বহিষ্কৃতও হতে হয়েছে তাঁকে।'

'মুকুল রায় এখন তাঁর ব্যক্তিগত সুরক্ষার কথা চিন্তা করছেন। তাই তৃণমূল ছেড়ে অন্য ঘাটে পাড়ি দিতে চাইছেন। বাংলার মানুষ সেইসব দেখছেন।' মান্নান সাহেবের বিশ্বাস, 'বাংলার শাক দলের এই ঘৃণ্য রাজনীতির জবাব দেবেন বাংলার মানুষই। মুকুল রায় এই অভিযোগ থেকে যেমন মুক্ত নন, তেমনই তাঁকে দিয়েই রাজ্যে স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা চালিয়েছে তৃণমূল।'

মান্নান সাহেব বলেন, 'তিনিই অন্যায় ও অগণতান্ত্রিকভাবে কংগ্রেস বিধায়কদের ভাঙিয়ে নির্বাচনে না জিতেও একের পর এক জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, পুরসভা দখল করে নিয়েছেন। প্রশাসনকে ব্যবহার করে গায়ের জোরে সমস্ত দখলদারি মানসিকতা থেকে তিনি ও তাঁর দল কেউই মুক্ত নন। তাই মুকুল রায়কে বরখাস্ত করে কোনওভাবেই তৃণমূল স্বচ্ছতার ছাপ গায়ে লাগাতে পারবে না।'

English summary
Abdul Mannan criticizes TMC’s decision of Mukul roy’s relegation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X