For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আদিবাসী কল্যাণের নামে কয়েক শ' কোটি টাকা নয়ছয়! কলকাতায় বিস্ফোরক অভিযোগ আপ-এর

ফি বছরই অর্থ ঢুকছে প্রকল্পে। কিন্তু সেই টাকা চলে যাচ্ছে অন্যখাতে। গত ৮ বছর ধরে এমনভাবেই আদিবাসী উন্নয়নের খাতের কোটি কোটি টাকা নয়-ছয় হয়ে যাচ্ছে।

Google Oneindia Bengali News

ফি বছরই অর্থ ঢুকছে প্রকল্পে। কিন্তু সেই টাকা চলে যাচ্ছে অন্যখাতে। গত ৮ বছর ধরে এমনভাবেই আদিবাসী উন্নয়নের খাতের কোটি কোটি টাকা নয়-ছয় হয়ে যাচ্ছে। শুধুমাত্র কয়লা মন্ত্রকেই এই নয়-ছয়ের পরিমাণ কয়েক শ'কোটি টাকা। অভিযোগ, গত ১৭ বছর ধরেই আদিবাসী উন্নয়নের অর্থ অন্যখাতে চলে যাচ্ছে। অথচ, যে খাতে এই অর্থ যাচ্ছে তার জন্য আলাদা করে অর্থ মঞ্জুর করা হয়। অভিযোগ, সবমিলিয়ে এই নয়ছয়ের অঙ্ক অন্তত কয়েক হাজার কোটি টাকা। কলকাতায় সাংবাদিক সম্মেলন করে এই বিস্ফোরক অভিযোগ এনেছে আম আদমি পার্টি।

ভোটবাজারে কয়লা কেলেঙ্কারি, কয়েক হাজার কোটি টাকা নয়-ছয়ের অভিযোগ, কলকাতায় বিস্ফোরণ আপ-এর

কয়লা মন্ত্রকে আদিবাসী উন্নয়নের অর্থ নয়ছয়ের অধিকাংশটাই ঘটেছে কলকাতার দফতরগুলি থেকে। আর সেই কারণে ২৩ এপ্রিল কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের ডাকও দেয় আপ। সেখানেই রাজ্যে আপ-এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় বসু এই অর্থ কেলেঙ্কারির এই বিষয়টি প্রকাশ্যে আনেন। তাঁদের বক্তব্যের পক্ষে কয়লা মন্ত্রকের একাধিক নথি এবং আরটিআই করে পাওয়া নথিও সংবাদমাধ্যমের হাতে তুলে দেন সঞ্জয় বসুরা।

ভোটবাজারে কয়লা কেলেঙ্কারি, কয়েক হাজার কোটি টাকা নয়-ছয়ের অভিযোগ, কলকাতায় বিস্ফোরণ আপ-এর

আপের অভিযোগ এই অর্থ কেলেঙ্কারির সঙ্গে সরকার যেমন জড়িত তেমনি জড়িয়ে রয়েছে স্থানীয় কয়লা মাফিয়াদের দল। এমনকী, রাজ্য সরকারের শাসকদলগুলিও এই অর্থ-নয়ছয়ের ভাগ পেয়ে আসছে বলেও অভিযোগ করা হয়েছে। পশ্চিমবঙ্গ, ছত্তিশগঢ় থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, রাজস্থানে বিস্তার হয়েছে এই অর্থ-নয় ছয়ের চক্র।

আদিবাসী কল্যাণ ও উন্নয়নের জন্য বরাদ্দকৃত অর্থ বছরের পর বছর না খরচের জন্য সিএমপিডিআইএল, কোল ইন্ডিয়া, অফিস অফ কন্ট্রোলার কলকাতা, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ব্য়ুরো অফ মাইনসের দিকে আঙুল তুলেছে আপ।

আপ-এক দেওয়া তথ্যে দাবি করা হয়েছে, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর আদিবাসী বিষয়ক মন্ত্রকের গুরুত্বপূর্ণ বৈঠকে কয়লা মন্ত্রকের তৎকালীন যুগ্ম-সচিব স্বীকার করেছিলেন যে তাঁদের কাছে নির্দিষ্ট এমন কোনও যোজনা নেই যে এই টাকা খরচ করা যেতে পারে। কিন্তু, এরপরও সেই বছর কয়লামন্ত্রক ৩৭.১৫ কোটি টাকা আদিবাসী উন্নয়ন খাতে পাঠায়। অভিযোগ, এই অর্থ পরে অন্য খাতে খরচ করে দেওয়া হয়। যার অনেকটাই নয়-ছয় হয়ে যায় বলে অভিযোগ আপ-এর।

তথ্যের অধিকার আইনে পাওয়া পরিসংখ্য়ান বলছে কয়লা মন্ত্রক গত ৭ বছরে আদিবাসী উন্নয়নের ২০৫.১১ কোটি টাকা অন্য খাতে খরচ করে দিয়েছে। অভিযোগ, আদিবাসী উন্নয়নের অর্থ খনি ভরাটের কাজেই শেষ করে দেওয়া হচ্ছে। অথচ, এই অর্থ খনি এলাকায় থাকা আদিবাসীদের জীবনের মানোন্নয়নে ব্যবহারের জন্য দেওয়া হয়ে থাকে। এই অর্থে আদিবাসী এলাকায় স্কুল, রাস্তা থেকে শুরু করে হাসপাতাল তৈরির মতো বিষয়গুলি রয়েছে। কিন্তু, এই সব প্রকল্পে এই অর্থ খরচই হয়নি বলে অভিযোগ আপ-এর। প্রতিটি মন্ত্রকেই আদিবাসী উন্নয়নের খাত রয়েছে। কিন্তু কোনও মন্ত্রকই আদিবাসী উন্নয়নে অর্থ খরচ করছে না। উল্টে সেই অর্থ অন্য কোথাও চলে যাচ্ছে। এই নিয়ে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ঝাড়খণ্ড, রাজস্থানে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দিয়েছে আপ।

English summary
The several crore rupees of Tribal Development is giving to the others project, AAP has brought an allegation against the Indian Government.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X