For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রেনের ছাদে উঠে উদ্দাম নৃত্য মহিলার! শেষে মর্মান্তিক মৃত্যু, কিংকর্তব্যবিমূঢ় রেল

ট্রেনের ছাদে উঠে ওভারহেড লাইনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। শুক্রবার হুগলির চুঁচুড়ায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

Google Oneindia Bengali News

ট্রেনের ছাদে উঠে ওভারহেড লাইনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। শুক্রবার হুগলির চুঁচুড়ায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাউন ব্যান্ডেল-হাওড়া লোকাল ট্রেনের ছাদে উঠে পড়েছিলেন এক মানসিক ভারসাম্যহীন মহিলা। তিনি ওই ট্রেনের ছাদে উঠে ছোটাছুটি শুরু করেন। তখনই ওভারহেড তারে হাত লাগে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ট্রেনের ছাদে উঠে উদ্দাম নৃত্য মহিলার! শেষে মর্মান্তিক মৃত্যু, কিংকর্তব্যবিমূঢ় রেল

শিয়ালদহ দক্ষিণের ক্যানিং শাখায় এই দুর্ঘটনা ঘটেছিল। এবার হুগলির চুঁচুড়ায় ঘটল একই ধরনের দুর্ঘটনা। এর জেরে বর্ধমান মেন লাইনে দীর্ঘক্ষণ ব্যহত হয় ট্রেন চলাচল। ১১টা নাগাদ স্বাভাবিক হয় এই পরিষেবা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়া স্টেশনের মাঝেমধ্যেই ওই মহিলাকে ঘুরে বেড়াতে দেখা যেত।

এদিন তিনি কোনওভাবে সকলের চোখ এড়িয়ে উঠে যায় ট্রেনের ছাদে। তারপর বিবস্ত্র অবস্থায় ট্রেনের ছাদে উঠে ছোটাছুটি করতে থাকে। প্যান্টোগ্রাফে পা জড়িয়ে পড়ে যান ওই মহিলা। বহু হাঁকডাক করেও তাঁকে নামানো যায়নি। রেলকর্মী-আধিকারিকরাও ছুটে এসেন এই ঘটনা শুনে। যাত্রী-রেলকর্মীদের কোনও সুযোগ না দিয়েই ছোটাছুটির ফাঁকে ওভারহেড তারে হাত লাগিয়ে ছিটকে পড়েন তিনি।

দমকল এসে মৃতদেহ উদ্ধার করে। ব্যান্ডেল জিআরপি এই ঘটনার তদন্ত শুরু করে। মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠানো হয়। কী করে ওই মহিলা ট্রেনের চাদে উঠে গেলেন, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তাকীরারা। এক্ষেত্রে রেল দায় এড়াতে পারে না বলেও অভিযোগ করেছেন যাত্রীরা। পরে যাত্রীদের নজরে এলেও, ওভারহেড লাইনে বিদ্যুৎ থাকায় কারও পক্ষে কিছু করা সম্ভব হয়নি।

English summary
A woman is short died due to electrified in overhead line of train at Hoogly. She climbs on roof of train,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X