For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের মেয়রের বিরুদ্ধে এফআইআর! কোটি টাকা তোলা চাওয়ার ঘটনায় নয়া মোড়

ত্রিপুরা নির্বাচনের জন্য এক কোটি টাকা তোলা চাওয়ার ঘটনায় বিধাননগর পুরসভার মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে এফআইআর করলেন ব্যবসায়ী মধুসূদন ঘোষ।

  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরা নির্বাচনের জন্য এক কোটি টাকা তোলা চাওয়ার ঘটনায় বিধাননগর পুরসভার মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে এফআইআর করলেন ব্যবসায়ী মধুসূদন ঘোষ। ১৩ ফেব্রুয়ারি কুরিয়ার মারফৎ তিনি এফআইআর করেছিলেন উত্তরবন্দর থানায়। শনিবার তা গৃহীত হয়েছে বলে থানা সূত্রে জানা গিয়েছে। পুলিশ অভিযোগপত্র খতিয়ে দেখে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

কোটি টাকা তোলা, তৃণমূলের মেয়রের বিরুদ্ধে এফআইআর

গত ১৩ ফেব্রুয়ারি সাংবাদিক বৈঠক করে বিধাননগর পুরসভার মেয়র তথা বিধায়কের বিরুদ্ধে তোলা চাওয়ার অভিযোগ করেছিলেন মধুসূদনবাবু। তিনি অভিযোগ করেন, ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য তাঁর কাছে এক কোটি টাকা দাবি করা হয়েছিল। তা দিতে অপারগ হওয়ায় ওই ব্যবসায়ীকে হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ।

মধুসূদনবাবু বলেছিলেন, এর আগে ২ লক্ষ ৩০ হাজার টাকা চেয়েছিলেন মেয়র। তিনি তা দিয়েছিলেন। তারপরই ৩০ লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ। এবং পরে ফোন করে মেয়র তাঁকে বলেন, ওই টাকা তিনি জোগাড় করে ফেলেছেন। ত্রিপুরার ভোটের জন্য ১ কোটি টাকা চাই। যেভাবে হোক তা দিতে হবে। আর না দিলে তাঁর থেকে ভয়ঙ্কর কেউ হবে না বলেও হুমকি দেন বলে অভিযোগ।

কোটি টাকা তোলা, তৃণমূলের মেয়রের বিরুদ্ধে এফআইআর

যদিও সব্যসাচীবাবু এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, 'আমি কেন টাকা চাইতে যাব। এইসব অভিযোগ ভিত্তিহীন। যদি ওনার কাছে প্রমাণ থাকে, উনি আদালতে যান। অযথা বাজার গরম করছেন কেন? আসলে ত্রিপুরা ভোটের আগে বিজেপির তরফ থেকে এসব করানো হচ্ছে।'

English summary
A trader has filed FIR against Mayor of Bidhannagar Sabyasachhi Dutta. He alleged of demand of one crore money against Mayor.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X