For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান, জনস্বার্থ মামলার আবেদন গ্রহন করল আদালত

Array

Google Oneindia Bengali News

রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দিয়েছে রাজ্য সরকার। আগে ৫০ হাজার টাকা করে দেওয়া হত। এবার তা বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়েছে। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেই মামলার আবেদন শুনানির জন্য গ্রহণ করল কলকাতা হাইকোর্ট।

কী বলেছে আদালত ?

কী বলেছে আদালত ?


এই মামলার আবেদন গিয়েছিল বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজেশ ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। এই বেঞ্চ আজ বুধবার পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে অনুদান নিয়ে রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছে। তাঁরা এই অনুমতি দিয়েছে আবেদনকারী পারমিতা দেকে, যিনি জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের আইনজীবী। এই মামলার শুনানির সম্ভাবনা শুক্রবার। বুধবার মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে হাইকোর্টে। তা জানিয়েছেন আবেদনকারীদের তরফে।

কী বলেন মুখ্যমন্ত্রী ?

কী বলেন মুখ্যমন্ত্রী ?

রাজ্যের ৬৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গত সোমবার এই ঘোষনা করেন তিনি। এর আগের দু'বছর পুজো কমিটিগুলিকে রাজ্যের দেওয়া অনুদানের পরিমাণ ছিল ৫০ হাজার টাকা করে।

 বিদ্যুতে ছাড়

বিদ্যুতে ছাড়

এ বার মুখ্যমন্ত্রী জানান যে, ৬০ হাজার টাকা অনুদান তো দেওয়া হবেই এর পাশাপাশি পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিলও কম দিতে হবে। তাতে মিলবে বিশেষ ছাড়। সিইএসই এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদকে পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিলে ৬০ শতাংশ ছাড় দেওয়ার অনুরোধও জানান তিনি। বিজেপি-সহ বিরোধী দলগুলি মুখ্যমন্ত্রীর ওই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে ইতিমধ্যেই।

ছুটির পর ছুটি

ছুটির পর ছুটি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ১১ দিন ছুটি থাকবে টানা। এছাড়াও কালীপুজোর ছুটি থাকবে। ছুটি থাকবে ছট পুজোরও। এবার মহালয়া পড়েছে ২৫ সেপ্টেম্বর। তারপরই শুরু হয়ে যাচ্ছে দেবীপক্ষ। ৩০ সেপ্টেম্বর পঞ্চমীর দিন থেকে ছুটি পড়ছে পুজোর। ৫ অক্টোবর দশমী। ৫, ৬ ও ৭ অক্টোবর পর্যন্ত জেলার প্রতিমা বিসর্জন চলবে। জেলায় কার্নিভাল হবে ৭ অক্টোবর। ৮ অক্টোবর কলকাতায় কার্নিভালের পর বিসর্জন হবে।

৯ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো। ওই দিন রবিবার। ফলে পরদিন ১০ অক্টোবর সোমবার লক্ষ্মীপুজোর ছুটি পাবেন সরকারী কর্মচারীরা। ১১ অক্টোবর থেকে ফের খুলবে সরকারি অফিস। মুখ্যমন্ত্রীর আশা, এবার বাংলার দুর্গাপুজো আবার পুরনো ছন্দে ফিরবে। এবার কার্নিভ্যাল হবে দুদিন। ৭ অক্টোবর জেলায় জেলায় কার্নিভ্যাল আর পরদিন ৮ অক্টোবর কলকাতায় কার্নিভ্যাল।
ইউনেস্কো বাংলার দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে। বিদেশ থেকে এবার পুজোয় অনেক অভ্যাগতরা আসবেন, কলকাতার পুজো দেখতে। আসবেন ইউনেসকোর প্রতিনিধি। কার্নিভ্যালেও অংশ নেবেন বিদেশি অভ্যাগতরা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবার ১ সেপ্টেম্বর থেকেই পুজো বাদ্যি বেজে যাবে। ওইদিন মহামিছিলের মধ্যে দিয়ে পুজোর প্রস্তুতি শুরু হয়ে যাবে কলকাতা তথা বাংলায়।

বিধায়কের মন্তব্যে ফের তুঙ্গে নবী বিতর্ক, বিক্ষোভ চলছে নাগাড়ে বিধায়কের মন্তব্যে ফের তুঙ্গে নবী বিতর্ক, বিক্ষোভ চলছে নাগাড়ে

English summary
a Public interest litigation case granted by hight court on donation case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X